Homeফুটবলবিশ্বকাপ ফুটবলের জন্য নির্মিত স্টেডিয়ামগুলোর সৌন্দর্য, একটার চেয়ে যেন...

বিশ্বকাপ ফুটবলের জন্য নির্মিত স্টেডিয়ামগুলোর সৌন্দর্য, একটার চেয়ে যেন অন্যটা আরও মনোমুগ্ধকর

অপেক্ষার প্রহর শেষ হলো বুঝি। চলতি বছরের ২১ নভেম্বর মরুর বুকে ঝড় তুলবে দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ ফুটবল বিশ্বকাপ। আসরের জন্য এরিমধ্যে আটটি নান্দনিক স্টেডিয়াম তৈরী করেছে আয়োজক দেশ কাতার। খেলা দেখার জন্য টিকেটের বুকিং আবেদন নেওয়াও শুরু করেছে ফিফা। আর তাতেই ঘুম হারাম বিশ্বের কোটি ফুটবল ভক্তের।

ফিফা বিশ্বকাপের ২২তম আসরের স্বাগতিক হতে এখন পুরোপুরি প্রস্তুত কাতার। সবচেয়ে বেশি দর্শক আবেদন করেছে আয়োজক দেশ কাতার থেকে। ফাইনাল খেলা দেখার জন্য টিকিট প্রত্যাশি প্রবাসী বাংলাদেশিরাও।

কাতার বিশ্বকাপ খেলা মাঠে বসে উপভোগের জন্য আবেদন করেছেন এক কোটি ৭০ লাখ দর্শক। টিকেটের জন্য আবেদন করেছেন। ৮০ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়াম লুসাই সিটিতে ফাইনাল খেলা দেখার জন্য আবেদন করেছেন ১৮ লাখ দর্শক। ১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া টিকেট আবেদন শেষ হয় ৮ ফেব্রুয়ারি।

খেলা দেখার জন্য টিকেটের আবেদনে শীর্ষে আয়োজক দেশ কাতার। এর পরের অবস্থানগুলো আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ড, ফ্রান্স, ভারত, মেক্সিকো, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মার্কিন যুক্তরাষ্ট্রের। পিছিয়ে নেই বাংলাদেশি সমর্থকরাও। দক্ষিণ এশিয়ার কোনো দেশ বিশ্বকাপে না থাকলেও এ রেমাঞ্চে বুঁদ হতে চায় তারাও। মুখিয়ে আছে মাঠে বসে খেলা দেখতে।

বিশ্বকাপ ফুটবলের জন্য নির্মিত স্টেডিয়ামগুলোর সৌন্দর্য, একটার চেয়ে যেন অন্যটা আরও মনোমুগ্ধকর। বিশালতার সঙ্গে ডিজাইনে রয়েছে নান্দনিক আধুনিকতার ছোঁয়া। স্টেডিয়াম গুলোর মধ্যে শুধু বিশ্বকাপের ফাইনাল ম্যাচের ভেন্যু লুসাইল সিটি উদ্বোধনের অপেক্ষায়।

Advertisement