Homeসব খবরক্রিকেটবিশ্বকাপ জয় ছিল আমাদের সেরা অর্জন : আকবর আলী

বিশ্বকাপ জয় ছিল আমাদের সেরা অর্জন : আকবর আলী

আজ ৯ ফেব্রুয়ারি। গত বছর আজকের এই দিনে ইতিহাস গড়েছিল বাংলাদেশের যুব টাইগাররা। এইদিন আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শিরোপা জিতেছিল বাংলাদেশ। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এটিই প্রথম কোনো বিশ্বকাপ জয়।‌ক্যালেন্ডারের পাতায় আজ ৯ ফেব্রুয়ারি। টাইগার যুবাদের সেই বিশ্বকাপ জেতার পর একটি বছর পার হয়ে গিয়েছে। আজকে দিনে সেই স্মৃতিকে সামনে আনলেন বাংলাদেশের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর আলী।

এদিকে, ফেসবুকে বিশ্বকাপ জেতার কিছু স্মৃতি সম্বলিত কিছু ছবি আপলোড করে ক্যাপশনে আকবর আলী লিখেছেন, ‘বিশে বিশ্বকাপ জয় ছিল আমাদের সেরা অর্জন।’ ফাইনাল ম্যাচে বাংলাদেশ পরাজিত করেছিল ভারতকে। সেই ম্যাচে প্রথমে ভারতকে ১৭৭ রানে অলআউট করে টাইগার যুবারা। লক্ষ্য ছোট হলেও এই রান তাড়া করতে গিয়ে বিপাকে পড়েছিল বাংলাদেশ। কিন্তু শেষদিকে আকবর আলীর বীরোচিত ইনিংসে বাংলাদেশ জয় ছিনিয়ে আনে। ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন আকবর আলী।

এখন বাংলাদেশের ভবিষ্যৎ বিশ্বকাপজয়ী দলের সেই ক্রিকেটাররা। ওই দলের এখন জাতীয় দলে সুযোগ পাওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন। পেসার শরিফুল ইসলাম সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে ডাক পেয়েছিলেন। যদিও তিনি ম্যাচ খেলার সুযোগ পাননি।

Advertisement