Homeফুটবলবিশ্বকাপে সবথেকে বেশি গোল মিস ব্রাজিলের, পিছিয়ে নেই মেসিরাও

বিশ্বকাপে সবথেকে বেশি গোল মিস ব্রাজিলের, পিছিয়ে নেই মেসিরাও

বর্তমানে বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার ব্রাজিল। এবার তাদের ফর্ম শীর্ষে রয়েছে কিন্তু ফর্মের পাশাপাশি ব্রাজিলের গোল মিসও সবার থেকে শীর্ষে। তালিকায় তৃতীয় স্থানে আছে আর্জেন্তিনা। জার্মানি আছে দ্বিতীয় স্থানে। গোল নষ্টের জন্যই জার্মানিকে ছিটকে যেতে হয়েছে বলে মনে করা হচ্ছে। ফলে ব্রাজিলের পক্ষে এই গোল নষ্টের প্রদর্শনী যে ভালো বার্তা বহন করে না তা বলাই যায়।

বিশ্বকাপের শুরু থেকেই ব্রাজিলের দাপট অব্য়াহত। অশ্বমেধের ঘোড়ার মত ছুটছে সেলেকাওরা। ক্য়ামেরুনের বিরুদ্ধে বেঞ্চের দল না নামালে ব্রাজিল হয়ত এখনও পর্যন্ত অপরাজিত থাকত বিশ্বকাপে। চোট সারিয়ে নেইমার প্রত্যাবর্তন করায় ব্রাজিল এখন আরও শক্তিশালী। প্রতিটা বিভাগে দলের কাছে শক্তিশালী প্লেয়ার রয়েছেন আর তার পুরো সুবিধা পাচ্ছে দল। শেষ ১৬-র ম্যাচে ৩৫ মিনিটের মধ্যে দক্ষিণ কোরিয়াকে ৪ গোল দিয়ে সেটাই প্রমাণ করেছে। সেই ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ব্রাজিল। তবে প্রথমার্ধে গোল দিলেও দ্বিতীয়ার্ধে আর গোল দিতে পারেনি তারা। সুযোগ তৈরি করলেও তা গোলে পরিবর্তন করতে পারেনি।

শুধু দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ম্যাচ নয়, গোটা বিশ্বকাপেই ব্রাজিলের মোট গোলের পরিমাণও আরও বাড়ত। কিন্তু তা হয়নি। যত বেশি সুযোগ তারা তৈরি করেছে তত বেশি সুযোগ নষ্ট করেছে। চলতি বিশ্বকাপে প্রি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ব্রাজিল হল একমাত্র দল যারা সবথেকে বেশি গোলের সুযোগ নষ্ট করেছে।

ব্রাজিল বিশ্বকাপের যাত্রা শুরু করেছিল সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে। জোড়া গোল করেছিলেন রিচার্লিসন। দুটো গোলই ছিল অবিশ্বাস্য। সেটাই ছিল বিশ্বকাপে ব্রাজিল কেমন পারফর্ম করবে তার ট্রেলার। এরপর দ্বিতীয় ম্যাচে সুইৎজারল্যান্ডের বিপক্ষে একাধিক গোলের সুযোগ তৈরি করেও তা নষ্ট করে ব্রাজিল। শেষ মুহূর্তে ক্যাসিমিরোর গোলে কোনওক্রমে জেতে। শেষ ম্যাচে ক্যামেরুনের কাছে ১-০ গোলে হারে। যদিও সেই ম্যাচে প্রথম দলের ১০ জন প্লেয়ার ছিলেন না। তবে তারাও গোলেও সুযোগ তৈরি করেছিলেন।

একই ছবি ছিল দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। একাধিক সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে ব্যর্থ। ফলে সমর্থকরা যেখানে মনে করেছিল ব্রাজিল আরও বেশি গোল দিতে পারবে সেটা হয়নি। ৪ গোলেই সন্তুষ্ট থাকতে হয়েছে। যার ফলে চলতি বিশ্বকাপে সবথেকে বেশি গোল মিস করা দল হয়েছে ব্রাজিল।

পরিসংখ্যান প্রতিষ্ঠান সোফা স্কোরের হিসাবে মোট ৪ ম্যাচে (গ্রুপস্তর ও প্রি কোয়ার্টার ফাইনাল মিলিয়ে) ব্রাজিল মোট ১২টি গোল করার পরিষ্কার সুযোগ নষ্ট করেছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে জার্মানি। যদিও জার্মানি গ্রুপস্তরেই বেরিয়ে গেছে মাত্র একটা ম্যাচ জিতে। কিন্তু তারা আক্র’মণাত্মক ফুটবল খেলেছিল। কিন্তু গোল পায়নি। তারা ১১টি পরিষ্কার গোলের সুযোগ নষ্ট করেছে।

সূত্র: এই সময়।

Advertisement