Homeসব খবরজেলার খবরবিশাল বাগাড় মাছটি বিক্রি হলো যত টাকায়

বিশাল বাগাড় মাছটি বিক্রি হলো যত টাকায়

মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে জেলে সাত্তার হালদারের জালে মাছটি ধরা পরে। এ সময় মাছটিকে দৌলতদিয়া আড়তে নিয়ে আসে। মাছটি দেখতে ভিড় করে স্থানীয় উৎসুক জনতা। রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীতে জেলের জালে ২০ কেজি ওজনের একটি বাগাড়ই মাছ ধরা পড়েছে। পরে একজন ব্যবসায়ী মাছটি ২৪ হাজার টাকায় কিনে নেয়।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান মিয়া মাছটি ২৪ হাজার টাকায় কিনে নেন। শাজাহান মিয়া জানান, মঙ্গলবার ভোরে পদ্মায় জাল ফেলে সাত্তার হালদার। পরে সকাল পৌনে আটটার দিকে মাছটি ধরা পড়ে।

মাছটিকে আড়তে নিয়ে আসলে নিলামে এক হাজার ২শ’ টাকা কেজি দরে মোট ২৪ হাজার টাকায় তিনি কিনে নেন। সেই সঙ্গে মাছটিকে বিক্রির জন্য ঢাকার বড় বড় ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আপাতত মাছটিকে ফেরিঘাটের পন্টুনের সঙ্গে বেধে রাখা হয়েছে।

Advertisement