Homeঅন্যান্যবিমানে ফ্লাইট স্টুয়ার্টের চাকরি, পদ ১০০

বিমানে ফ্লাইট স্টুয়ার্টের চাকরি, পদ ১০০

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিমান বাংলাদেশ নেবে ফ্লাইট স্টুয়ার্ডস। রাজস্ব খাতের এ পদে নিয়োগ পাবেন ১০০ জন। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণসাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত।

আবেদনের যোগ্যতা: ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অথবা সমমান। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ অথবা সমমান গ্রহণযোগ্য নয়। ন্যূনতম জিপিএ–৩.০ (৫.০ এর মধ্যে) (এসএসসি এবং এইচএসসি অথবা সমমান)। ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে ন্যূনতম সিজিপিএ–২.৮ (৪ এর মধ্যে) থাকতে হবে। ‘ও’ লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয়ে এবং ‘এ’ লেভেলে গড়ে যেকোনো দুটি বিষয়ে ন্যূনতম ‘ডি’ থাকতে হবে।

সর্বনিম্ন ১৬১ সে.মি; ওজন উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ (বিএমআই: ১৮.৫-২৫.০)। প্রার্থীদের ইংরেজিতে পারদর্শী এবং অবিবাহিত হতে হবে। দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে, চশমা গ্রহণযোগ্য নয়। সাঁতার জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে; চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে প্রশিক্ষণকালে অবশ্যই সাঁতার শিখতে হবে।

বয়স: ১৯ থেকে ২৫ বছর (১৯-০৯-২০২২ তারিখে), এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

বেতন ও ভাতা: বেতন স্কেল ১৫ হাজার ৯০০ টাকা থেকে ৩৮ হাজার ৪০০ টাকা এবং আনুষঙ্গিক ভাতাদি। বেতনের সঙ্গে মিলবে উৎসব ভাতা। দেশে ও বিদেশে প্রশিক্ষণের সুযোগ আছে। বিদেশে উন্নতমানের আবাসন ও যাতায়াত সুবিধা। উন্নত চিকিৎসা সুবিধা। পোশাক ভাতা।

আবেদন ফি: ১১২০ টাকা

আবেদনে পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা অনলাইনে এই লিংক থেকে শিক্ষাগত যোগ্যতা, শর্তাবলি পূরণ করে আবেদন করতে পারবেন। আবেদনের শর্তাবলি ও অনলাইনে আবেদনপত্র পূরণ করার নিয়মাবলি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আবেদনপদ্ধতি, ফি জমাদান, শর্তাবলি ও নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

Advertisement