Homeসব খবরজেলার খবরবিনা চাষে সবজি উৎপাদনে স্বাবলম্বী প্রতিব’ন্ধী আক্কাস!

বিনা চাষে সবজি উৎপাদনে স্বাবলম্বী প্রতিব’ন্ধী আক্কাস!

শারী’রিক প্রতিব’ন্ধকতা থাকা সত্ত্বেও বিনা চাষে সবজি ফলিয়ে ব্যাপক সাড়া ফেলেছেন আক্কাস খান। তিনি মিষ্টি কুমড়া, খিরা, পালংশাক, লাউ, মুলা, শিমসহ শীতকালীন বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করছেন। কৃষি কাজে তার এমন সফলতাকে সাধুবাদ জানিয়েছেন কৃষি বিভাগ সহ আরো অনেকে। তার দেখাদেখি অনেকেই সবজি চাষে আগ্রহী হচ্ছেন। মাগুরা সদরের নালিয়ার ডাঙ্গি গ্রামের আক্কাস খান জমিতে চাষ না দিয়েই বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করে তাক লাগিয়েছেন।

অভাবের সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে প্রতিব’ন্ধকতার কাছে হার মানেননি তিনি। প্রতিব’ন্ধকতার সাথে সংগ্রাম করে আজ এই সফলতা পেয়েছেন। আক্কাসের জন্য গোটা গ্রামের কৃষকদের জীবনে লেগেছে পরিবর্তনের ছোঁয়া। আগে অনেক জমিতে চাষ করা হতো না। জমিগুলো পড়ে থাকতো। এখন আক্কাসের পরামর্শে অবস্থার পরিবর্তন হয়েছে। তারা ফসল কাটার পর চাষ না দিয়েই প্রায় ৫০০ বিঘা জমিতে বিভিন্ন ধরনের সবজি ফলিয়েছেন। নালিয়ার ডাঙ্গি গ্রামের এ পদ্ধতিতে চাষাবাদের সঙ্গে জড়িত প্রায় ২৫০ জন কৃষক এবং তাদের পরিবারের সদস্যরা।

আক্কাস খান বলেন, শারীরিক সমস্যাটা এখন আর সমস্যা মনে হয় না। আমি এবছর ১৫ বিঘা জমিতে শীতকালীন সবজি চাষ করেছি। জমিতে কোনো চাষ ছাড়াই মিষ্টি কুমড়া, লাউ ও খিরা ফলিয়েছি। এ জন্য মাটিতে জো আসার অপেক্ষা করতে হয়নি। পাট কাটার পরেই জমিতে চারা রোপণ করেছি। এই জমিতে আগে পাট চাষ করা হয়েছিল।

তিনি আরও বলেন, এই পদ্ধতিতে চাষ করতে হলে বাড়িতে পলি ব্যাগের মধ্যে সবজির চারা তৈরী করে রাখতে হয়। এই পদ্ধতিতে চাষে সেচ, জৈ’ব সা’র এবং অন্যান্য খরচসহ প্রতি বিঘা জমি চাষ করতে ৩-৪ হাজার টাকা খরচ হয়। এতে প্রতি বিঘা জমি থেকে অন্তত ৪০ থেকে ৪৫ হাজার টাকার সবজি বিক্রি করতে পারব।

আক্কাস খানের স্ত্রী পপি খাতুন বলেন, আমার স্বামী শারী’রিকভাবে প্রতিব’ন্ধি হলেও স্বাভাবিক মানুষের মতো কাজ করার মানুষিক সক্ষমতা রয়েছে। তিনি জমিতে অনেক পরিশ্রম করেন। তিনি বি’ষমুক্ত টাটকা সবজি উৎপাদনের জন্য অন্যদের পরামর্শ দেন। গ্রামের মানুষও তাকে খুব ভালোবাসে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুফি মো. রফিকুজ্জামান বলেন, আক্কাস খান তার প্রতিব’ন্ধকতাকে হার মানিয়ে বিনা চাষে সবজি ফলিয়ে সেবাইকে তাক লাগিয়েছেন। তার অনুপ্রেরণায় নালিয়ার ডাঙ্গি গ্রামের প্রায় ২৫০ জন চাষি প্রায় ৫০০ বিঘা জমিতে বিনা চাষে শীতকালীন সবজির আগাম ফলন পাচ্ছেন। আর জমি চাষের খরচ না থাকায় লাভবান হচ্ছেন কৃষক।

Advertisement