Homeসব খবরক্রিকেটবাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের টিকিটে ভুল পতাকার ছবি

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের টিকিটে ভুল পতাকার ছবি

নতুন কোন ইভেন্ট,নতুন কোন টুর্নামেন্ট কিংবা কোন দ্বিপাক্ষিক সিরিজে বিসিবি ভুল করবে না এটা কি হয়। ২০১৮ সালে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে এক ম্যাচের টিকিটে বাংলাদেশ বানানটাই ভুল করেছিলো দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক এ সংস্থাটি। এবার ভুল করলেন বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের টিকিটেও।

আর মাত্র কয়েক ঘন্টা পরেই শুরু হবে বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজটি। দর্শকদের জন্য আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। প্রথম ওয়ানডে সিরিজের টিকিটে দেখা যাচ্ছে ইংল্যান্ডের পতাকার জায়গায় বসানো হয়েছে যুক্তরাজ্যের পতাকা। বিসিবির এমন বেখেয়ালি কাণ্ডে ফের শুরু হয়েছে সমালোচনার।

ইংল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ডসহ মিলে হয় যুক্তরাজ্য বা গ্রেট ব্রিটেন। সেই সামষ্টিক পতাকাই ঠাই পেয়েছে বিসিবির টিকিটে। যদিও অলম্পিকে গ্রেট ব্রিটেন এই পতাকা নিয়েই অংশ নেয় তবে প্রতিটিটি দেশের আলাদা ভাবে রয়েছে ক্রিকেটের স্বীকৃতিও। সে ক্ষেত্রে ক্রিকেটে আলাদা ভাবেই ব্যবহৃত হয় ইংল্যান্ডের পতাকা।

তবে পতাকা ব্যবহারে ভুলের ঘটনাকে ‘প্রিন্টিং মিসটেক’ বলে দাবি করেছেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান তানভীর আহমেদ টিটু। তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমি দেখেছি এটা। ওটা আসলে প্রিন্টিং মিসটেকের কারণে হয়েছে। সেটি ইতোমধ্যে ঠিক করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং টিকিট কারেকশনে চলে গেছে। আমরা একটা প্রেস রিলিজ দিয়ে সবাইকে জানিয়ে দিচ্ছি।’

প্রথম ম্যাচে ভুল টিকিটেই খেলা দেখতে হবে দর্শকদের। কারণ দ্বিতীয় ওয়ানডের আগে টিকিটে পরিবর্তন সম্ভব নয় বলে জানিয়েছেন তানভীর আহমেদ টিটু।

Advertisement