Homeসব খবরজাতীয়বাংলাদেশ আজ যা চিন্তা করে, আমেরিকা তা করে তিন...

বাংলাদেশ আজ যা চিন্তা করে, আমেরিকা তা করে তিন মাস পর : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী বলেন, `বেসরকারি খাত ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমে অংশ নেওয়ার আগ্রহ দেখানোয় আনন্দিত হয়েছি। আপনারা যুক্ত হতে চান, যেভাবে আপনারা পরীক্ষা এবং চিকিৎসায় যুক্ত হয়েছিলেন। এ বিষয়ে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করছি। আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে আপনারাও ভ্যাকসিন প্রদান কার্যক্রমে যুক্ত হতে পারবেন। এই প্রক্রিয়া শুরু করতে যেসব নিয়মকানুন, শর্ত আছে, সেগুলো পালন শেষে কাজটি শুরু হবে।’

তিনি আরো বলেন, ‘ভ্যাকসিন নিয়ে গুজব ছড়ানো হলে দেশের ক্ষতি, মানুষের ক্ষতি। দেশপ্রেমী ব্যক্তি কখনোই করোনা নিয়ে গুজব ছড়াতে পারেন না। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরো বলেছেন, আমেরিকার আগে বাংলাদেশে ‘নো মাস্ক, নো সার্ভিস’ চালু হয়েছে। হোয়াট বাংলাদেশ থিংক টুডে, ইউএসও থিংকস থ্রি মান্থস লেটার। অর্থাৎ বাংলাদেশ যা আজ চিন্তা করে, আমেরিকা করে তিন মাস পর।

আজ বুধবার ‘জাতীয় কভিড-১৯ টিকাদান কার্যক্রম: বেসরকারি স্বাস্থ্য খাতের সম্পৃক্ততা’ শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশন-বিপিএমসিএ এই আলোচনা সভার আয়োজন করে।

Advertisement