Homeসব খবরপ্রযুক্তিবাংলাদেশে বহু অ্যাকাউন্ট ব্যবহার সুবিধা চালু করলো ইমো

বাংলাদেশে বহু অ্যাকাউন্ট ব্যবহার সুবিধা চালু করলো ইমো

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য একই মোবাইল হ্যান্ডসেটে নিরাপদে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার সুবিধা চালু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ইমো। প্রতিষ্ঠানটির নিজস্ব পর্যবেক্ষণ বলছে, একটি পরিবারে একাধিক সদস্যের মাঝে একটি স্মার্টফোন ভাগাভাগি করে ব্যবহার করতে দেখা যায় বাংলাদেশে। তাদের এক সমীক্ষায় দেখা গেছে, প্রায় ৬৪% বাংলাদেশি ইমো ব্যবহারকারীর নিজস্ব স্মার্টফোন নেই। এদের মধ্যে ৪৯% ব্যবহারকারী তাদের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগের জন্য ফোন ভাগ করে নেন।

একাধিক অ্যাকাউন্ট সহায়তা চালু হওয়ায় ব্যবহারকারীরা এখন একই ডিভাইসে পাঁচটি পৃথক অ্যাকাউন্টে স্যুইচ করতে পারবেন। ‘মাই’ সেটিংস পৃষ্ঠাতে নতুন ‘স্যুইচ অ্যাকাউন্ট’ ট্যাবটি ক্লিক করে এটি ব্যবহার করা যাবে। একটি নতুন অ্যাকাউন্ট যুক্ত করার পরে, পুনরায় লগইন না করেই যে কেউ এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে স্যুইচ করতে পারবেন।

তবে সেক্ষেত্রে নতুন অ্যাকাউন্টে প্রবেশ করতে গেলে অ্যাকাউন্টটির সুরক্ষা নিশ্চিত করার জন্য একটি ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) দেয়া হবে।

Advertisement