Homeসব খবরজাতীয়বাংলাদেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেল চীনের টিকা

বাংলাদেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেল চীনের টিকা

রাশিয়ার করোনা ভ্যাকসিন স্পুতনিক ফাইভের পর এবার চীনের সিনোফার্ম টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিলো বাংলাদেশ। বৃহস্পতিবার এ অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর।

এক ব্রিফিংয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মাহবুবুর রহমান জানান, সিনোফার্ম টিকার কার্যকারিতা ৭৯ ভাগ। এই মুহূর্তে ৩৫টির বেশি দেশে এই টিকা ব্যবহার হচ্ছে। আগামী ২ থেকে ৬ মাসের মধ্যে এই টিকা পাবে বাংলাদেশ। তবে দুই সপ্তাহের মধ্যে চীন ৫ লাখ ডোজ টিকা উপহার দিবে। প্রথমে তা এক হাজার মানুষের মধ্যে প্রয়োগ করা হবে।

এর আগে সকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, ভারতকে টিকার জন্য অগ্রিম অর্থ পরিশোধ করা হলেও তা পাচ্ছে না বাংলাদেশ। তাই জরুরি ভিত্তিতে রাশিয়া ও চীনের টিকার অনুমোদন দেয়া হয়েছে। বাংলাদেশে টিকা উৎপাদনের সক্ষমতা আছে, তাই রাশিয়া ও চীন চাইলে এদেশেই টিকা উৎপাদন করতে পারবে বলেও জানান জাহিদ মালেক।

Advertisement