Homeসব খবরবিনোদনবাংলাদেশের হলে হিন্দি সিনেমা চালানো নিয়ে যা বললেন মিশা...

বাংলাদেশের হলে হিন্দি সিনেমা চালানো নিয়ে যা বললেন মিশা সওদাগর

বাংলাদেশের হলগুলোতে হিন্দি সিনেমা চালানোর বিষয়ে খলচরিত্রে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনয়শিল্পী মিশা সওদাগর বলেছেন, যেহেতু এখনও প্রধানমন্ত্রী বলেননি, তার মানে সেই জিনিসটা এখনও কোনোভাবেই পাস হয়নি। আর প্রত্যেকের ইচ্ছা থাকতেই পারে। আজকে আপনাদের কাছে আমার একটা ইচ্ছা। আঠারো কোটি মানুষের সংস্কৃতির সবচাইতে বেশি পছন্দের জায়গা হচ্ছে ক্রিকেট।

আমাদের ক্রিকেট আজ পর্যন্ত আমরা এশিয়া কাপে কিছু করতে পারিনি, বিশ্বকাপে কিছু করতে পারি না বা বিশেষ কোনো টুর্নামেন্টে কিছু করতে পারি না। আম রিকোয়েস্ট করবো-

যদি অনেকগুলো অনেকগুলো লোকের রিকোয়েস্টের জন্য যদি এই দেশে নিয়ম ভেঙে নতুন কিছু করা যায় তাহলে বিরাট কোহলি, রোহিত শর্মা বা সূর্যকুমার যাদব ও আরেকজন ভালো বোলারকে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য আমদানি করে নিয়ে আসা হোক। বুধবার দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের বাঙালি তো বরাবরই বাঙালি তো বরাবরই দেশের ঠাকুরের চাইতে বিদেশি কুকুরকে ভালোবাসে। কিন্তু আমি ওটা ওন করি না। করবোও না।

মিশা বলেন, দেশের ভাষা বলতে শিখিয়েছে। এ দেশে একটা মানচিত্র দিয়েছেন একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের ভাষা দিয়ে গেছেন। তিনি আমাদের একটা সংস্কৃতি দিয়ে গেছেন। উনি একটা নিয়ম কানুন করে গেছেন। এই ফেব্রুয়ারি মাসে তাকে সম্মান জানিয়েই বলবো যে, যদি বিশেষ কয়েকটা মানুষের জন্য যদি আমাদের যদি ফিল্ম একটা অংশ হয়ে থাকে কয়েকটা হলের জন্য যদি হয়ে থাকে তাহলে ক্রিকেট অনেক বড় অবদান আমাদের জাতির জন্য।

আমাদের বাংলা ছবি এমন কিছু করে না আমাদেরকে। আমাদের আট দশ নাম্বারে আমরা আছি বিশ্বের মধ্যে। ফিল্মে আমরা আট দশ নাম্বারই নেই এবং ক্রিকেট আমরা সবাই মিলে প্লিজ তাহলে আমার কথা হচ্ছে যদি কোন নিয়ম ভাঙায় যাবে কিছু করা যায় আপনারা রপ্তানি করা যায় তাহলে বিরাট কোহলি রোহিত শর্মা এবং সূর্য কুমার যাদব আমাদের দেশে আসুক!

Advertisement