Homeসব খবরক্রিকেটবাংলাদেশের এমন হার কাম্য নয় : সাকিব

বাংলাদেশের এমন হার কাম্য নয় : সাকিব

ঘরের মাঠে টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশ হল বাংলাদেশে। পরে নানা সমালোচনার মুখে পড়েছে মমিনুল হকের দল। বিশেষ করে দল নির্বাচনের ক্ষেত্রে নির্বাচক, অধিনায়ক এবং প্রধান কোচ পড়েছে বড় রোষানলে। দ্বিতীয় টেস্ট ম্যাচের পর বাংলাদেশ দলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। প্রথম টেস্ট ম্যাচে জিততে জিততে গিয়ে হেরে যাওয়া। এরপর দ্বিতীয় টেস্ট ম্যাচে অল্প রানের টার্গেটে পেলেও জিততে পারেনি টাইগাররা।

এদিকে, নিউজিল্যান্ড সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব আল হাসান। তবে বাংলাদেশের এমন হার মানতে পারছেন না সাকিব আল হাসান। ‘ফ্রেন্ডশিপ অ্যান্ড হিরোস ক্যাম্পেইন উইথ সাকিব আল হাসান’ এই ব্যানারে অনলাইন সংবাদ সম্মেলনে অতিথি হিসেবে ছিলেন সাকিব আল হাসান। সেখানে বাংলাদেশের হার নিয়ে। সাকিব আল হাসান বলেন, ‘আজকে ভেবেছি ক্রিকেট নিয়ে কথা বলবো না। তবু বলতে হচ্ছে…। হার কাম্য নয়। তবে শুধু ক্রিকেটে নয়, সকল খেলাধুলাতে হার-জিত থাকবে। এটা নিয়ে ভাবার কিছু নেই। আর আমাদের উন্নতি যে হয়নি সেটিও না। সবকিছুতেই উন্নতি হয়েছে।’

Advertisement