Homeসব খবরজাতীয়বাংলাদেশের উন্নয়নের রহস্য অনেক দেশই জানতে চেয়েছে : প্রধানমন্ত্রী

বাংলাদেশের উন্নয়নের রহস্য অনেক দেশই জানতে চেয়েছে : প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশন যোগদান শেষে নিউ ইয়র্কের বাংলাদেশ স্থায়ী মিশন-বঙ্গবন্ধু কনফারেন্স সেন্টারে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভোট চু’রি করে ক্ষমতায় যাওয়ার সুযোগ পাচ্ছে না বলেই নির্বাচন নিয়ে শঙ্কায় বিএনপি। বাংলাদেশের উন্নয়নের রহস্য অনেক দেশই জানতে চেয়েছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব ব্যবস্থাই করেছে আওয়ামী লীগ। বাংলাদেশের অব্যাহত উন্নয়নের রহস্য অনেক দেশই জানতে চেয়েছে। করোনা ও ইউক্রেন যুদ্ধের মধ্যেও বাংলাদেশ কীভাবে উন্নয়ন অব্যাহত রেখেছে, তাও জানতে চেয়েছে তারা।

নির্বাচন নিয়ে এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী জানান, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য স্বচ্ছ ব্যালেট বাক্স, ইভিএমসহ প্রয়োজনীয় সবকিছুই করেছে বর্তমান সরকার।

শেখ হাসিনা বলেন: আওয়ামী লীগ কখনোই ভোট চু’রি করে ক্ষমতায় আসেনি, এবারও জনগণ স্বাধীনভাবে ভোট দেবে। ভোট চু’রি করে ক্ষমতায় যাওয়া, আর ভু’য়া ভোটার রাখার সুযোগ পাচ্ছে না বলেই বিএনপি শঙ্কিত। আরএ কারণে তাদের মুখে নির্বাচনের নিরপেক্ষতার কথা মানায় না।

বাংলাদেশে বিনিয়োগের জন্য সহজ পদ্ধতি, প্রবাসীদের জন্য পাসপোর্ট দিয়ে ব্যাংক একাউন্ট খোলার সুযোগের মতো বিষয়গুলো সরকার ইতিবাচক সমাধান করেছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় দেশের উন্নয়নে তার সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরেন শেখ হাসিনা। এছাড়া প্রবাসীদের বিনিয়োগের সুযোগ নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী।

Advertisement