Homeঅন্যান্যবস্তায় আদা চাষ করে সফল অবিনাশ

বস্তায় আদা চাষ করে সফল অবিনাশ

বস্তায় আদা চাষ করলে রোগবালাইয়ের আক্র’মণ কম হয়। আর এতে খরচও কম তাই চাষিরা লাভবান হতে পারেন। ফলে দিন দিন বস্তায় আদা চাষ জনপ্রিয়তা পাচ্ছে। দিনাজপুরের কাহারোল উপজেলার পূর্ব সুলতানপুর গ্রামের অবিনাশ দেবশর্মা বস্তায় আদা চাষ করে লাভবান হয়েছেন।

দিনাজপুরের কাহারোলসহ বিভিন্ন উপজেলায় যাদের চাষের জমি নেই তারা বাড়ির আশে-পাশে বা আঙিনায় বস্তায় আদা চাষ শুরু করেছেন। বস্তায় আদা চাষ করলে গাছে তেমন কোনো রোগ বালাই হয় না। গাছ হৃষ্টপুষ্ট থাকে। খরচ কম হওয়ায় এভাবে আদা চাষে ঝুঁকছেন অনেকে। চাষিরা বস্তায় আদা চাষ করে পরিবারের খরচ মিটিয়ে বাজারে আদা বিক্রি করে বাড়তি আয় করছেন।

অবিনাশ দেবশর্মা বলেন, আমার কোনো চাষাবাদের জমি নেই। তাই চাষাবাদের ইচ্ছা থেকে বাড়িতে ৫ শতক জায়গায় ১৭০ বস্তায় আদা চাষ করছি। বস্তা, আদা, জৈ’ব সা’র, রাসা’য়নিক ও পরিচর্যা মিলিয়ে ৩৫ হাজার টাকা খরচ হয়েছে। আশা করছি বস্তা প্রতি ২ কেজি করে আদা পাবো। আগামী ডিসেম্বর ও জানয়ারী মাসে আদা উত্তোলন করতে পারবো।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা আবু জাফর মো. সাদেক বলেন, যাদের চাষাবাদের জমি নেই তাদের বাড়ির অব্যবহৃত জায়গায় বা বাড়ির আঙিনায় বস্তায় আাদ চাষে উৎসহিত করা হচ্ছে। এতে অল্প খরচে কৃষক বেশি লাভবান হতে পারবেন। আমরা চাষিদের আদা চাষে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহযোগীতা করছি। কাহারোলে ১৫জন বস্তায় আদা চাষ শুরু করলেও দিন দিন এর চাষির সংখ্যা বাড়ছে।

Advertisement