Homeসব খবরক্রিকেটবন্ধ খেলা: পানির নিচে বিকেএসপির মাঠগুলো

বন্ধ খেলা: পানির নিচে বিকেএসপির মাঠগুলো

এতক্ষণে লিজেন্ডস অব রুপগঞ্জ – ব্রাদার্স ইউনিয়ন ও লিজেন্ডস অব রুপগঞ্জ – ব্রাদার্স ইউনিয়নের খেলা অনেকটা শেষের পথে থাকত। কিন্তু সকালের ভারি বর্ষণে ভেস্তে গেছে ম্যাচ দুটি।

শুধু বিকেএসপিতে নয়, মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে প্রাইম দোলেশ্বর ক্লাব – খেলাঘর সমাজকল্যাণ স্মৃতি ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব – গাজী গ্রুপ ক্রিকেটার্সের মধ্যকার ম্যাচ দুটিও বন্ধ বৃষ্টির কারণে।

বিকেএসপির তিন ও চার নম্বর মাঠ দেখলে যে কারোরই মনে হতে পারে জোয়ারের পানিতে তলিয়ে গেছে। মিরপুরের পানি নিষ্কাশন ব্যবস্থা বিশ্বমানের হলেও বিকেএসপিতে সেই সুবিধা নেই।

সূচি অনুযায়ী মিরপুরের দিনের বাকি ম্যাচগুলো যদি হয়ও তবে বিকেএসপিতে সেটা অসম্ভব বলতে গেলে। কেন না, মাঠ, মাঠের বাইরে থৈ-থৈ করছে পানি।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব – শাইনপুকুর ক্রিকেট ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব – পার্টেক্স স্পোর্টিং ক্লাব এই দুটি ম্যাচ বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠে অনুষ্ঠিত হবার কথা দুপুর ১টা ৩০ মিনিট থেকে।

এদিকে মিরপুরে দুপুর দেড়টা থেকে খেলার কথা শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের। তবে নিন্মচাপের প্রভাবে আগামী কয়েকদিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশজুড়ে।

এদিকে সিসিডিএম এর সদস্য সচিব আলী হোসেন জানিয়েছেন, বৃষ্টির কারণে দ্বিতীয় রাউন্ডের খেলা স্থগিত ঘোষণা করা হয়েছে। এই খেলাগুলো হবে তৃতীয় রাউন্ডের খেলার দিন (৩ জুন)। প্রত্যেক রাউন্ডের খেলা একদিন করে পেছাচ্ছে। অর্থ্যাৎ তৃতীয় রাউন্ডের খেলার জায়গায় হবে দ্বিতীয় রাউন্ড, আর চতুর্থ রাউন্ডের জায়গায় তৃতীয় রাউন্ড।

Advertisement