Homeঅন্যান্যবছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে যখন

বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে যখন

চলতি বছরের পর তিন বছর আর কোনও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে না৷ তাই সংস্থার আবেদন, নিজের এলাকায় দৃশ্যমান হলে এই দৃশ্য কখনওই মিস করবেন না। আগামী ৮ নভেম্বর এ বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ৷ নাসা জানিয়েছে, এর পর তিন বছর আর কোনও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে না৷ তাই সংস্থার আবেদন, নিজের এলাকায় দৃশ্যমান হলে এই দৃশ্য কখনওই মিস করবেন না৷

এর আগে এ বছর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়েছিল গত ১৫ মে৷ নাসা জানিয়েছে পরবর্তী পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে ২০২৫-এর ১৪ মার্চ৷ কিছু দিন আগে ২৫ অক্টোবর হয়ে গেল সূর্যগ্রহণ৷ ৮ নভেম্বর, মঙ্গলবারের চন্দ্রগ্রহণ আংশিক দেখা যাবে দিল্লি থেকে৷

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে চন্দ্রোদয়ের সময় অর্থাৎ ভারত সময় বিকেল ৫ টা ৩২ মিনিটে৷ গ্রহণ চলবে ৬ টা ১৮ মিনিট পর্যন্ত৷ কলকাতা, শিলিগুড়ি, পটনা, রাঁচি, গুয়াহাটি-সহ দেশেরল পূর্ব অংশ থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সম্পূর্ণ দেখা যাবে৷ চন্দ্রগ্রহণ কখনওই খালি চোখে দেখবেন না৷ সব সময় উপযুক্ত ব্যবস্থা নিয়ে তবেই চন্দ্রগ্রহণ দেখুন৷

সূত্র: নিউজ১৮।

Advertisement