Homeসব খবরজাতীয়ফেরিঘাটে যাত্রীদের ফেরার চাপ

ফেরিঘাটে যাত্রীদের ফেরার চাপ

হুড়োহুড়ি করে ফেরিতে ওঠার পর গাদাগাদি করে দাঁড়িয়ে ফিরছেন মানুষ। গন্তব্য রাজধানী। ঈদের আগের ক’দিন তারা গিয়েছিলেন বিভিন্ন জেলায়। এখন ফেরার পালা।

শনিবার (১৫ মে) সকাল থেকে ঢাকামুখী মানুষের চাপ বাড়তে দেখা যায় মানিকগঞ্জের পাটুরিয়া থেকে রাজবাড়ীর দৌলতদিয়া এবং মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের বাংলাবাজার ফেরি ঘাটে। অন্যদিকে ঈদে যারা বাড়ি যেতে পারেননি তাদের অনেকেই আজ ঘরে ফিরছেন।

সরেজমিনে দেখা গেছে, বিজিবির চেকপোস্ট, পুলিশের কড়াকড়ি নজরদারির পরও বিভিন্নভাবে ঘাটে ভিড় করছে মানুষ। তারা আমলে নিচ্ছেন না সরকারের বিধি-নিষেধ এবং প্রশাসনের পরামর্শ।

শিমুলিয়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান এ বিষয়ে জানান, সকাল থেকে উভয়মুখী চাপ রয়েছে। কয়েকটি ফেরিতে শুধুমাত্র যাত্রী পার করা হয়েছে। ঘাট এলাকায় চার শতাধিক ছোট-বড় যানবাহন পারের অপেক্ষায় আছে। পর্যায়ক্রমে যাত্রী ও যানবাহন পার করা হবে। যাত্রীদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও পার হতে পারছেন না তারা।

প্রসঙ্গত, লকডাউন ও সরকারি বিধিনিষেধের কারণে দূরপাল্লার যানবাহন, যাত্রীবাহী লঞ্চ এবং রেল বন্ধ রয়েছে। জরুরি পণ্য পরিবহনের জন্য ফেরি চালু থাকলেও তাতে পাড়ি দিচ্ছেন সাধারণ মানুষ।

গত বুধবার (১২ মে) মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের বাংলাবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দুটি ফেরিতে প্রচণ্ড ভিড় আর গরমে হিট স্ট্রোক আক্রান্ত হয়ে অন্তত ১৫ জন গুরুতর অসুস্থ হয়ে পড়ার পর তাদের মধ্যে পাঁচ জনের মৃত্যু হয়।

Advertisement