Homeসব খবরক্রিকেটপ্রথম টি-টোয়েন্টি ম্যাচে আমিরাতকে ৭ রানে হারিয়েছে টাইগাররা

প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আমিরাতকে ৭ রানে হারিয়েছে টাইগাররা

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৭ রানে জয়লাভ করেছে বাংলাদেশ। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে আফিফ হোসেনের ক্যারিয়ার সেরা ৭৭ রানে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

জবাবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত বোলিংয়ে ১৯.৪ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে সংযুক্ত আরব আমিরাত। টস হেরে ব্যাট করতে নামেন দুই ওপেনার মেহেদি হাসান মিরাজ ও সাব্বির রহমান। তবে শুরুতেই দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফিরলেন টাইগার ওপেনার সাব্বির। আউট হওয়ার আগে কোনো রানই তুলতে পারেননি তিনি।

লিটন দাসের ব্যাট থেকে আসে ১৩ রান। আর ১২ রানে ফেরেন ওপেনার মেহেদি হাসান মিরাজ। আর ইয়াসির আলি রাব্বী আউট হন ৪ রানে। মোসাদ্দেক হোসেন সৈকত করেন তিন রান। ‌ তবে অন্য প্রান্ত থেকে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন আফিফ হোসেন।

তবে অন্যপ্রান্ত থেকে একাধিকবার জীবন পেয়ে এগিয়ে যেতে থাকেন আফিফ হোসেন। অধিনায়ক নুরুল হাসান সোহানকে সাথে নিয়ে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন তিনি। ৫০ বলে ছয়টি চার এবং তিনটি ছক্কার সাহায্যে একাত্ম্য দান করে অপরাজিত থাকেন আসিফ হোসেন। ‌অন্যপ্রান্ত ২৯ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন সোহান।

Advertisement