Homeসব খবরবিনোদনপোড়া কাপড়ের গন্ধ শুঁকে ভুক্তভোগীদের কষ্ট অনুভবের চেষ্টা ফেরদৌস-রিয়াজের

পোড়া কাপড়ের গন্ধ শুঁকে ভুক্তভোগীদের কষ্ট অনুভবের চেষ্টা ফেরদৌস-রিয়াজের

ব্যবসায়ীদের বিশাল এই ক্ষতি পূরণ সম্ভব না হলেও কিছুটা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন দেশের অর্থ ও হৃদয়বান মানুষরা। এবার এ তালিকায় যুক্ত হলেন দুই চিত্রনায়ক— ফেরদৌস ও রিয়াজ। রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের কথা সবারই জানা।  মার্কেটে থাকা ব্যবসায়ীদের দোকানের সব পুড়ে গেছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের সহায়তার জন্য চড়া দামে পোড়া কাপড় কিনেছেন এ দুই চিত্রনায়ক। আর্ত-মানবতার সেবায় নিয়োজিত বিদ্যানন্দ ফাউন্ডেশনের ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ফেরদৌস ও রিয়াজের দুটি ছবি দিয়ে প্রতিষ্ঠানটি ফেসবুকে এক পোস্টে লিখেছে, ‘বঙ্গবাজারের পোড়া কাপড় চড়া দামে কিনে নিয়েছেন চিত্রনায়ক রিয়াজ এবং ফেরদৌস। পোড়া গন্ধ এখনো যায় নি কাপড়ে, সে গন্ধ শুঁকে পোড়া ভুক্তভোগী মানুষদের কষ্টটা অনুভব করার চেষ্টা করছেন তারা।’

পোস্টটিতে আরও লেখা হয়েছে, ‘আগুনে ক্ষতিগ্রস্ত কর্মচারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে আমরা ক্রয় করা পোড়া কাপড়গুলো বিক্রি করছি সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে। নগদ দেড় কোটি টাকা হস্তান্তরের জন্য আমরা ইতিমধ্যে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি। পাশাপাশি দোকান মালিক সমিতির নেতৃত্বের সঙ্গে দেখা করেছি, ভুক্তভোগীর লিস্ট প্রদানের জন্য।’

এদিকে, ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়াতে বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে কাপড় কিনে নিয়েছেন সংগীতশিল্পী তাহসান খান, অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, সাবিলা নূর, শবনম বুবলী, নিপুণ, তানজিন তিশা, অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও সিয়াম আহমেদ।

Advertisement