Homeসব খবরজেলার খবরপিরোজপুরের আর্জেন্টাইন সমর্থকরা বানালেন হাজার ফুট পতাকা

পিরোজপুরের আর্জেন্টাইন সমর্থকরা বানালেন হাজার ফুট পতাকা

সোমবার বিকালে শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠ থেকে আর্জেন্টিনার বিশাল পতাকা নিয়ে আনন্দ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা। পিরোজপুরে এক হাজার ফুট দীর্ঘ পতাকা নিয়ে আনন্দ মিছিল করেছে আর্জেন্টিনার সমর্থকরা।

বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে ফুটবল ভক্তদের এই আয়োজন। রাতে ব্রাজিলের খেলা থাকলেও আর্জেন্টিনাকে শুভেচ্ছা জানানোই ছিল তাদের উদ্দেশ্য। ফুটবল ভক্তরা মনে করেন আর্জেন্টিনার সাথে ব্রাজিল ও বিশ্বকাপ ফাইনালে যাক।

এর আগেও একাধিক বার টিম আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা নিয়ে বিজয়ী দলকে শুভেচ্ছা জানিয়ে মিছিল করেছে সমর্থকরা। তবে এবারেই প্রথম আর্জেন্টিনার সমর্থক আজমল হুদা নিঝুমের ব্যক্তিগত উদ্যোগে আর্জেন্টিনার এক হাজার ফুট দীর্ঘ পতাকা বানানো হয়।

আজমল হুদা নিঝুম জানান, পিরোজপুরের মানুষ ফুটবলপ্রেমী। বিশ্বকাপ ফুটবল এলেই আমরা উৎসবে মেতে উঠি। তাই এবারের বিশ্বকাপে সকলের প্রিয় দল আর্জেন্টিনাকে ভালবেসে আমরা এক হাজার ফুট দীর্ঘ পতাকা নিয়ে আনন্দ শোভাযাত্রা করেছি। আশা করছি ফুটবল বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা ও ব্রাজিলকে দেখা হবে।

বিশ্বকাপ ফুটবল শেষ হওয়ার আগ পর্যন্ত এভাবেই চলবে সমর্থকদের আনন্দ আয়োজন, জানান পিরোজপুরের ফুটবল প্রেমীরা।

Advertisement