Homeফুটবলপিএসজির হয়ে রাতে মাঠে নামছেন মেসি; ছুটিতে এমবাপ্পে

পিএসজির হয়ে রাতে মাঠে নামছেন মেসি; ছুটিতে এমবাপ্পে

অবশেষে বিশ্বজয়ী মেসিকে প্রথমবার মাঠে দেখা যাবে বুধবার (১১ জানুয়ারি) রাতে। দীর্ঘ ২৩ দিন পর মাঠে ফিরবেন এলএমটেন। তবে, ছুটিতে থাকায় এই ম্যাচে থাকছেন না কিলিয়ান এমবাপ্পে। ফুটবল জীবনের শেষ আক্ষেপটি ঘুচিয়ে ফেলেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। গত ১৮ ডিসেম্বর লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। সেই সাথে, আলবিসেলেস্তেদের ৩৬ বছরের অপেক্ষার পালা শেষ হয় মেসির জাদুতে। এই চরম আনন্দের রেশ হয়তো কখনোই কেটে যাবে না, কিন্তু মাঠে তো ফিরতেই হবে।

পার্ক দে প্রিন্সেস স্টেডিয়ামে অঁজারের বিপক্ষে মাঠে নামবে পিএসজি, খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দুইটায়। মেসির সাথে দলে ফিরেছেন নেইমারও। লাল কার্ডের জন্য শেষ ম্যাচ মিস করেছিলেন নেইমার। মেসি-নেইমার জুটি তাই আরও একবার মাঠে ফেরার অপেক্ষায়। এই জুটির সঙ্গে এমবাপ্পে যুক্ত হলেও বোধহয় সবচেয়ে খুশি হতেন পিএসজির সমর্থকেরা।

বিশ্বকাপ জয়ের উৎসব শেষে আর্জেন্টিনা দলের অনেক খেলোয়াড় আগেভাগেই ক্লাবে যোগ দিয়েছিলেন। কিন্তু মেসি তখন রোজারিওতে পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটিয়েছেন। বিশ্বকাপের ধকল আর শিরোপা-উৎসব শেষ করে তাই পিএসজিতে ফিরতে তার একটু দেরিই হয়েছে। মেসি পিএসজির অনুশীলনে ফিরেছেন ৩ জানুয়ারি।

লিগ ওয়ানের শেষ ম্যাচে লিঁসের সঙ্গে কুলিয়ে উঠতে পারেনি পিএসজি, হেরেছে ৩-১ গোলে। যদিও লিঁসের বিপক্ষে মেসি-নেইমার কেউই মাঠে নামেনি। বিশ্বকাপ ফাইনালে মেসির কাছে হারা ও শিরোপা-উৎসবে এমবাপ্পেকে নিয়ে ট্রল করায় মেসি-এমবাপ্পের সম্পর্কে ভাটা পড়েছে এমন একটা গুঞ্জন ছিল। সেই গুঞ্জন অবশ্য উড়িয়ে দেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের।

গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ক্রিস্তফ গালতিয়ের বলেন, আর্জেন্টিনায় এমবাপ্পেকে নিয়ে কী ঘটেছে, আমি জানি না। জানতেও চাই না। কিন্তু ব্যক্তিগতভাবে মেসি কি এমবাপ্পেকে অসম্মান করেছে? অবশ্যই না। ফাইনালের পর মেসি এমবাপ্পের সঙ্গে হাত মিলিয়েছে, তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়েছে। এমবাপ্পেও মেসি বিশ্বকাপ জেতার পর অভিনন্দন জানিয়েছে। তাই সম্পর্ক খারাপ হওয়ার কোনো কারণই নেই।

Advertisement