Homeসব খবরক্রিকেটপারটেক্সের টানা তিন হার: রাকিন-আনিসুলের ব্যাটে ওল্ড ডিওএইচএসের ১০...

পারটেক্সের টানা তিন হার: রাকিন-আনিসুলের ব্যাটে ওল্ড ডিওএইচএসের ১০ উইকেটের জয়

পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে ৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০ উইকেট হাতে থাকতেই জয় নিয়ে মাঠ ছাড়ে ওল্ড ডিওএইচএস। আর এবারের আসরে টানা তিন হার দেখলো পারটেক্স। ঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়াির লিগের (ডিপিএল) এবারের আসরে নিজেদের প্রথম জয়ের দেখা পেল ওল্ড ডিওএইচএস।

৭৮ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ওল্ড ডিওএইচএসকে দারুণ এনে দেন দুই ওপেনার আনিসুল হক ইমন ও রাকিন আহমেদ। ৬.১ ওভারে দলের ৫০ রানের পূর্ণ করেন এই দুই ব্যাটসম্যান। পাওয়ার প্লেতে দ্রুত গতিতে রান তুললেও পাওয়ার প্লে শেষ হওয়ার পর কিছুটা ধীরগতির ব্যাটিং করেছেন তাঁরা দুজন।

পুরো ম্যাচ জুড়ে ওল্ড ডিওএইচএসের ব্যাটসম্যানদের তেমন কোন পরীক্ষাই নিতে পারেনি পারটেক্সের বোলাররা। ফলে ২১ বল বাকি থাকতেই ১০ উইকেটের জয় পায় ওল্ড ডিওএইচএস। দলটির হয়ে ৩৩ বলে ৪৩ রান করে অপরাজিত ছিলেন রাকিন আরেক ওপেনার আনিসুল অপরাজিত ছিলেন ৩৩ বলে ৩৩ রান করে।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে অধিনায়ক তাসামুল হকের ১৮ আর শেষ দিকে নাজমুল হোসেন মিলন ও ধীমান ঘোষের সমান সংখ্যক ১৭ রানের সুবাদে নির্ধারিত ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭৭ রান তোলে পারটেক্স।

মিরপুর শের-ই জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির কারণে প্রতি ইনিংসের দৈর্ঘ্য ৫ কমিয়ে আনা হয়। আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পারটেক্সের। ইনিংসের প্রথম ওভারেই মোহাম্মদ শান্তর বলে ক্যাচ দিয়ে কোন রান না করেই সাজঘরে ফেরেন হাসানুজ্জামান।

এরপর ওপেনার আব্বাস মুসা ও তাসামুল প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও জুটি বড় করতে পারেননি। ২১ বলে ১৭ রান করে মুসা ফিরলে ভাঙে তাঁদের দুজনের ২৭ রানের জুটি। এদিন ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন ইসারুল ইসলামও। তিনি ফিরেছেন ৭ বলে ৫ রান করে।

৩৮ রানে ৩ উইকেট হারানো পারটেক্সকে অবশ্য ৭৭ রানের পুঁজি এনে দেন ধীমান ও নাজমুল। শেষ দিকে ধীমান ১২ বলে ১৭ আর নাজমুল করেন ২১ বলে ১৭ রান। ওল্ড ডিওএইচএসের হয়ে দুটি উইকেট নিয়েছেন রাকিবুল হাসান। আর একটি করে উইকেট নিয়েছেন আব্দুর রশিদ ও শান্ত।

Advertisement