Homeসব খবরক্রিকেটপাপনের কাছে এবার বেশি বোনাস চেয়েছেন ক্রিকেটাররা

পাপনের কাছে এবার বেশি বোনাস চেয়েছেন ক্রিকেটাররা

ওয়ানডে আর টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে দিয়েছে বাংলাদেশ। এই অভাবনীয় সাফল্যের পর ক্রিকেটারদের জন্য বোনাস ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই বোনাসের একটা নির্দিষ্ট পরিমাণ থাকে। তবে ইংল্যান্ডের মতো বিশ্বচ্যাম্পিয়ন দলকে ধোলাই করার পর বিসিবি সভাপতির কাছে এবার বাড়তি বোনাসের আবদার করেছেন ক্রিকেটাররা।

আজ ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘যে কোনো দলের সঙ্গে প্রথমবার কিছু করলে, মানে প্রথমবার… আমরা ওদেরকে ভালো বোনাস দেই। এটা সবসময় ওদের জানা। সব দলের সঙ্গেই তো সিরিজ জেতা হয়ে গিয়েছিল, শুধু এই দলের সঙ্গে কোনো ফরম্যাটে সিরিজ জিতিনি আমরা (এবারের আগে)। কাজেই সেজন্য ওরা এটা (পুরস্কার) পাবে, সেটা ওরা জানে। একমাত্র ব্যাপার এখানে যে, দুটি বাড়তি জিনিস এসেছে। চার মাস আগে যারা বিশ্ব চ্যাম্পিয়ন, তাদেরকে হারানো। আর এমন একটা দল, যাদের সঙ্গে আমরা সিরিজই খেলি না।’

বিসিবি সভাপতি আরও বলেন, ‘৮ বছর পর (৭ বছর) ওরা এলো, ১২ বছর ধরে আমরা ওদের ওখানে যাই না। আমরা তাই অভ্যস্ত নেই ওদের সঙ্গে খেলে। এখানে অনেকগুলো খেলোয়াড় আছে, যারা আইপিএলের মতো টুর্নামেন্টে খেলে। আইপিএলে সেরা খেলোয়াড়রাই খেলে। ওদের মুখোমুখি হচ্ছে নতুন ছেলেরা, এটা অবশ্যই নতুন চ্যালেঞ্জ ছিল। পাশাপাশি আরেকটা ব্যাপার উইকেট। গত বিপিএল থেকেই মিরপুরের উইকেট আমরা চেষ্টা করেছি, যতটা সম্ভব করা যায় (ভালো)… আমরা সন্তুষ্ট উইকেট নিয়ে।’

ক্রিকেটাররা বেশি বোনাস চেয়েছেন জানিয়ে পাপন বলেন, ‘তো যেটা বলছি, এটা একটু স্পেশাল। বিশ্ব চ্যাম্পিয়ন এবং হোয়াইটওয়াশ, কাজেই ওরা একটু বেশি চেয়েছে (বোনাস)। আমি বলেছি, অবশ্যই আমরা দেখব। সবসময় ওরা যেটা পেয়ে থাকে, সেটিই পাবে। এই বাইরে ব্যক্তিগত পারফরম্যান্স…ওরা করে কী, পারফরম্যান্স অনুযায়ী কেউ কম পায়, বেশি পায়। আমরা এবার বলেছি, তোমরা এটা তোমাদের মধ্যে ভাগাভাগি করো। পারফরম্যান্সের বোনাসটা আলাদা করে দেবে বিসিবি, এই সিরিজে যারা ভালো করেছে।’

Advertisement