Homeসব খবরজাতীয়পাটুরিয়ায় ঢাকামুখী মানুষের ভিড়, নেই স্বাস্থ্যবিধি মানার বালাই

পাটুরিয়ায় ঢাকামুখী মানুষের ভিড়, নেই স্বাস্থ্যবিধি মানার বালাই

ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষেরা। সরকার নির্ধারিত তিনদিনের ছুটি শেষে অফিস-আদালত খুলে যাওয়ায় ফেরিঘাটগুলোতে ঢাকামুখী মানুষের চাপ বেড়েছে। মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় রোববার সকাল থেকে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।

ঈদের আগেও ঘরমুখী মানুষের ভিড় দেখা গিয়েছিল এই ফেরিঘাটে। মূলত দেশব্যাপী সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে এ পথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার হাজার হাজার মানুষ স্বজনদের সঙ্গে ঈদ করতে গ্রামে ফিরেছিল। এর মধ্যে ঈদের ছুটি শেষ আবারও বাড়তে যাচ্ছে বিধিনিষেধ, যার কারণে সকাল থেকেই ঢাকামুখী মানুষের চাপ বেড়েছে।

পাটুরিয়া এলাকা ঘুরে দেখা যায়, পাটুরিয়ার ৩নং ঘাট পন্টুনে বেশ কয়েকটি যানবানহন ও যাত্রীদের নিয়ে দৌলতদিয়া থেকে ছেড়ে আসা একটি ফেরি নোঙর করে রাখা হয়েছে। ফেরির র‌্যাম খোলার সঙ্গে সঙ্গে ফেরি থেকে হুমড়ি খেয়ে নামতে শুরু করে কর্মস্থলে ফিরতে থাকা যাত্রীরা।

সময়ের ব্যবধানে ঘাটে ফেরি ভিড়তে থাকলেও যাত্রীদের মাঝে স্বাস্থ্যবিধি মানার আগ্রহ দেখা যায়নি। সকাল থেকে ঢাকামুখী যাত্রীদের গাদাগাদি করে ফেরিতে করে আসতে দেখা গেছে। করোনার সংক্রমণ রোধে সরকার নির্দেশিত সতর্কতা থাকলেও তা মানছেন না যাত্রীরা। যার কারণেই সংক্রমণ বাড়ার আশঙ্কাও দেখা দিয়েছে। এদিকে, ঈদের তৃতীয় দিনেও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অনেক মানুষকে বাড়িতে ফিরতে দেখা গেছে।

Advertisement