Homeসব খবরবিনোদনপরীমণির ‘মা’ আসছে ১৯ মে

পরীমণির ‘মা’ আসছে ১৯ মে

শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে ‘মা’ ছবিটি মুক্তির তারিখ জানানো হয়। মুক্তি পেতে যাচ্ছে পরীমণি অভিনীত নির্মাতা অরণ্য আনোয়ার পরিচালিত প্রথম সিনেমা ‘মা’। আগামী মা দিবস উপলক্ষে ১৯ মে দেশের সিনেমাটি মুক্তি পাবে। গেল বছরের জানুয়ারিতে শুরু হয় ‘মা’ সিনেমার কাজ। এর মধ্যে মাতৃত্বের কারণে সাময়িক অবসর নেন পরী। তবে তার আগে শেষ সিনেমা হিসেবে ‘মা’র কাজ সম্পন্ন করেন।

পরীমণি বলেন, এই সিনেমার জার্নিটা সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে আমার। ‘মা’ যখন শুটিং করি, তখন চার মাসের রাজ্য (পরীর পুত্র) আমার পেটে ছিলো। আর যখন মুক্তি পাবে, তখন ও আমার কোলে থাকবে। এটা যে কতটা আনন্দের অনুভূতি, বোঝানো যাবে না।

জানা গেছে, মা সিনেমার গল্প মুক্তিযুদ্ধের সময়ের। ১৯৭১ সালে মৃত ঘোষিত ৭ মাস বয়সি এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প উঠে আসবে ‘মা’ চলচ্চিত্রে। সাজিয়ে-গুছিয়ে তা সিনেমা আকারে পর্দায় তুলে এনেছেন নির্মাতা। সেই মায়ের ভূমিকায় চিত্রনায়িকা পরীমণি। যদিও মা দিবস ১৪ মে, তবে চলচ্চিত্রটি মুক্তি পাবে বিশ্ব মা দিবসকে কেন্দ্র করেই।

মুক্তি প্রসঙ্গে অরণ্য আনোয়ার বলেন, ‘আগামী ২ এপ্রিল সংবাদ সম্মেলনের মাধ্যমে ট্রেলার মুক্তি দেওয়া হবে। শুধু বাংলাদেশ নয়, ইউরোপ-আমেরিকার কয়েকটি দেশেও চলচ্চিত্রটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে।’

Advertisement