Homeসব খবরক্রিকেটপরীক্ষা-নিরীক্ষা শেষ, শান্ত-সৌম্য জুটিই পছন্দ শ্রীরামের

পরীক্ষা-নিরীক্ষা শেষ, শান্ত-সৌম্য জুটিই পছন্দ শ্রীরামের

টি-টোয়েন্টি থেকে তামিম অবসর নেওয়ায় বিপদ আরও বেড়েছে। বিশ্বকাপের আগে করতে হয়েছে দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা। যে কোনো ফরম্যাটেই বাংলাদেশের বড় সমস্যা হলো ওপেনিং জুটি। একপ্রান্ত আগলে রাখা তামিম ইকবালের যোগ্য সঙ্গীই জুটল না এতদিনে।

মিরাজ-সাব্বিরকে পর্যন্ত লোয়ার অর্ডার থেকে তুলে এনে ওপেনিং করানো হয়েছে। সেটা কাজে দেয়নি। এরপর সৌম্য আর শান্তকে দিয়ে চেষ্টা করা হয়েছে। এই জুটিটাই মনে ধরেছে শ্রীধরন শ্রীরামের।

টি-টোয়েন্টির টেকনিক্যাল ডিরেক্টর শ্রীরাম বলেন, ‘আমার মতে, ভালো হচ্ছে। প্রথম ম্যাচে (উদ্বোধনী জুটিতে) আমরা ৪৭ (আসলে ৪৩) রান পেয়েছি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ওভারে বিনা উইকেটে ২৬ রান করেছিলাম। উদ্বোধনী জুটি সেটেলড মনে হচ্ছে। আমার মতে, এখানে বিষয়টি হলো তাদেরকে ম্যাচ খেলতে দিতে হবে। এক সঙ্গে যত খেলবে, যত অভিজ্ঞতা বাড়বে, যত বেশি ভিন্ন প্রতিপক্ষের সঙ্গে খেলবে; তারা তত শিখবে। ‘

বিশ্বকাপ শুরুর আগপর্যন্ত ৮ ম্যাচে ৫টি ভিন্ন উদ্বোধনী জুটি খেলিয়েছেন। এখন শান্ত-সৌম্যকে আরও বেশি ম্যাচ খেলানোর ওপর জোর দিয়েছেন শ্রীরাম, ‘পুরো বিষয়টি হলো গতি ধরতে পারা। তারা এটি শিখে ফেলবে। কুইন্টন ডি কক ও রাইলি রুশোর মতো ভালো খেলোয়াড়রা এমনটাই করে থাকে। তারা শুরুটা পেয়ে গেলে সেটি ধরে বড় ইনিংস খেলে এবং আমরা যে ‘ইমপ্যাক্টের’ কথা বলছি সেটি রাখতে পারে। আমি মনে করি, এখন শান্ত ও সৌম্যর জন্য শেখার প্রক্রিয়া চলছে। আমার মতে, তারা করতে পারবে।’

Advertisement