Homeসব খবরআন্তর্জাতিকপবিত্র কাবায় পাঁচ দশক ধরে আজান দেন যিনি

পবিত্র কাবায় পাঁচ দশক ধরে আজান দেন যিনি

মসজিদুল হারামের সবচেয়ে প্রসিদ্ধ ও প্রবীণ মুয়াজ্জিনদের মধ্যে অন্যতম শায়খ আলি আহমদ মোল্লা। প্রায় পাঁচ দশক ধরে মক্কার পবিত্র মসজিদুল হারামে আজানের দায়িত্ব পালন করছেন তিনি।

বিগত ৫০ বছর ধরে যারা পবিত্র হজ পালন করতে যান তাদের কাছে আলি আহমদের আজানের সুমধুর সুর খুবই পরিচিত। চাচাতো ভাই শায়খ আবদুল মালিক মোল্লার মৃত্যুর পর তিনি মসজিদুল হারামের প্রধান মুয়াজ্জিন নিযুক্ত হন।

কাবা প্রাঙ্গণে সুললিত কণ্ঠে দীর্ঘকাল আজান দেয়ায় অনেকে তাকে ইসলামের প্রথম মুয়াজ্জিন বিলাল (রা.)-এর নামে ‘বিলাল আল হারাম’ বা হারাম শরিফের বিলাল বলেও ডাকেন।

১৯৪৫ সালে মক্কা নগরীর সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন শায়খ আলি আহমদ মোল্লা। মসজিদুল হারামে আজান দেয়া এ পরিবারের অন্যতম ঐতিহ্য। তার দাদা, বাবা, চাচা, চাচাতো ভাই, নানা, মামা, মামাতো ভাইও মসজিদুল হারামে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শৈশবে মসজিদুল হারামের ভেতর শায়খ আশুরের কাছে প্রাথমিক পড়াশোনা শুরু করেনশায়খ আলি মোল্লা। ১৯৭১ সালে রিয়াদের ইন্সটিটিউট অব টেকনিক্যাল এডুকেশন থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

গ্র্যাজুয়েশনের আগে আবদুল্লাহ ইবনে আল জুবায়ের ইন্টারমিডিয়েট স্কুলে শিক্ষকতা করেন। ১৯৭৪ সালে শায়খ আলি মোল্লা আনুষ্ঠানিকভাবে মসজিদুল হারামের মুয়াজ্জিন হিসেবে নিয়োগ পান। মসজিদে আজান দেওয়ার পাশাপাশি নিজস্ব ব্যবসাও দেখাশোনা করেন তিনি।

সূত্র: আরব নিউজ

Advertisement