Homeধর্মপবিত্র ওমরা পালন করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

পবিত্র ওমরা পালন করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

দীর্ঘ এক বছর পর বিদেশি অতিথির জন্য খোলা হলো পবিত্র কাবা শরিফের দরজা। মহামারি করোনার কারণে ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে সাত মাসেরও বেশি সময় ওমরা কার্যক্রম বন্ধ ছিল। শর্তসাপেক্ষে সীমিত পরিসরে ওরাহ শুরু হলেও খোলা হয়নি কাবা শরিফের দরজা।

ওমরা শুরু হওয়ার প্রায় পাঁচ মাস পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন পবিত্র ওমরা পালন করলেন। ওমরার সময় তিনি হাজরে আসওয়াদ চুম্বন করেন এবং পবিত্র কাবা ঘরে প্রবেশের সুযোগ পান।

গত এক বছরের মধ্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর জন্য খোলা হলো পবিত্র কাবা শরিফের দরজা। গত ৬ মার্চ (শনিবার) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন ওমরা পালন করেন।

কাবা শরিফের ছাদ সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য কাবা শরিফের দরোজা খোলা হলেও কোনো অতিথি পবিত্র কাবায় প্রবেশের সুযোগ পাননি। সৌদি আরবের রাষ্ট্রীয় অতিথি হিসেবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন উমরা পালন করেন।

ওমরা করতে গিয়ে তিনি প্রথমে কাবা শরিফের ভেতরে প্রবেশ করেন এবং নফল নামাজ আদায় করেন। কাবা শরিফ থেকে বের হয়ে তিনি হাজরে আসওয়াদ চুম্বন করেন এবং তাওয়াফ ও ওমরার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

Advertisement