Homeসব খবরজেলার খবরপদ্মার এক বোয়ালের দাম ২৭ হাজার টাকা

পদ্মার এক বোয়ালের দাম ২৭ হাজার টাকা

সোমবার ভোরের দিকে দৌলতদিয়া ইউনিয়নের দৌলতদিয়া পদ্মা নদীর লঞ্চঘাটের চর এলাকায় জেলে মোহাম্মদ হালদারের জালে মাছটি ধরা পড়ে। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় এক জেলের জালে ১৩ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে, যার মূল্য ২৭ হাজার ৩০০ টাকা।

জেলে মোহাম্মদ হালদার বলেন, পদ্মা নদীতে প্রতিদিনের মতো রোববার সন্ধ্যায় আমি ও আমার কয়েকজন সহযোগীকে নিয়ে পদ্মা নদীর লঞ্চঘাটের চর এলাকায় মাছ ধরতে যাই। জালে কোনো মাছ না ধরায় নদীতে জাল ফেলে বসে থাকি। হঠাৎ সোমবার ভোরের দিকে জালে জোরে একটা ঝাঁকুনি দিলে বুঝতে পারি জালে বড় কোনো মাছ ধরা পড়েছে।

তখন একটু সময় নিয়ে জাল টেনে তুলতেই দেখতে পাই বড় একটি বোয়াল মাছ। সোমবার সকাল ৭টার দিকে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখের কাছে নিয়ে গিয়ে ২ হাজার ১০০ টাকা কেজি দরে মোট ২৭ হাজার ৩০০ টাকায় মাছটি বিক্রি করে দিই।

Advertisement