Homeসব খবরজেলার খবরপদ্মায় জেলের জালে ধরা পড়লো ৩০ কেজি ওজনের বাঘাইড়...

পদ্মায় জেলের জালে ধরা পড়লো ৩০ কেজি ওজনের বাঘাইড় মাছ

রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের নবগঙ্গা গ্রামের জেলে লালন উদ্দিনের জালে ধরা পড়েছে মাছটি। পরে ৩০ হাজার টাকায় মাছটি বিক্রি করেছেন। রাজশাহীর এক জেলের জালে ৩০ কেজি ওজনের বিশাল আকারের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে।

গতকাল মঙ্গলবার (৬ ডিসেম্বর) লালন উদ্দিন জানান, সকালে তিনি জাল ও নৌকা নিয়ে মাছ ধরতে যান পদ্মা নদীতে। এ দিন তার জালে ধরা পড়ে ৩০ কেজি ওজনের বাঘাইড় মাছ। মাছটি জালে আটকানোর পর প্রথমে তিনি ভেবেছিলেন, জালটাই হয়তো কোনো কিছুর সঙ্গে আটকে গেছে। অনেক কষ্টে ছেলেকে নিয়ে জাল ওপরে তুলে দেখেন, আটকা পড়েছে বিশাল আকারের এই বাঘাইড় মাছ।

তিনি আরও জানান, গত কয়েকদিন একরকম খালি হাতে নদী থেকে ফিরেছেন। তেমন মাছ পাওয়া যায়নি। মঙ্গলবার তিনি যে মাছ পেয়েছেন, তাতে তার অভাবের সংসার কিছুদিন ভালো চলবে। বর্তমান বাজার মূল্যে মাছটি বিক্রি করা হয়েছে। তিনি পেয়েছেন ৩০ হাজার টাকা। এক হাজার টাকা কেজি দরে মাছটি কিনেছেন রাজশাহীর এক চিকিৎসক।

Advertisement