Homeসব খবরজেলার খবরপতিত জমিতে সাথি ফসলের বাম্পার ফলনে খুশি কৃষকরা

পতিত জমিতে সাথি ফসলের বাম্পার ফলনে খুশি কৃষকরা

পরিত্যাক্ত জমিতে বিভিন্ন ধরনের সবজি চাষে তারা ব্যাপক ফলন পেয়ছেন। এতে কৃষকরা নিজেদের পুষ্টির চাহিদা মিটিয়ে বাড়তি আয় করতে পারছেন। আর এতে কৃষকদের সহযোগীতা করছে সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো। ফসলি জমিরে পাশাপাশি বাড়ির আশেপাশে পড়ে থাকা পতিত পরিত্যক্ত জমিতে আন্তঃফসল (সাথি ফসল) চাষ করে সফল হচ্ছেন জয়পুরহাটের কৃষকরা।

স্থানীয় কৃষি বিভাগ ও কিছু বেসরকারি সংস্থাগুলো কৃষকদের পতিত ও পরিত্যক্ত জমিতে আন্তঃফসল উৎপাদনে সহযোগীতা করছেন। কৃষকরা তাদের সহযোগীতা ও পরামর্শে গুণের সঙ্গে মরিচ, মরিচের সঙ্গে তিল, ডাটা, লালশাক, কলমি, ঢেঁড়স, পুঁইশাক ইত্যাদি উৎপাদন করছেন। অনেকের সংসারে স্বচ্ছলতা ফিরেছে এই আন্তঃফসল চাষ করে। এতে কৃষকদের নিজেদের চাহিদার পাশাপাশি বিক্রি করে বাড়তি আয় করতে পারছেন।

পাঁচবিবি উপজেলার কড়িয়া গ্রামের সিরাজুল ইসলাম বলেন, আমি বাড়ির পাশের পরিত্যক্ত ৩ শতক জমিতে কয়েক ধরনের সবজির চাষ করেছি। এরমধ্যে রয়েছে বেগুণের সঙ্গে মরিচ, মরিচের সঙ্গে তিল, ডাটা, লালশাক, কলমি, ঢেঁড়স, পুঁইশাক ইত্যাদি। এইসব সবজি বাজারে নিয়ে বিক্রি করতে হয় না। আশা করছি বাকি সবজিগুলো বিক্রি করেও লাভবান হতে পারবো। জমি থেকেই বিক্রি হয়ে যায়। এখন শুধু কলমি শাক ও ডাটা বিক্রি করেই ২ হাজার ৬৫০টাকা আয় করেছি।

প্রতিবেশী কৃষক আমেনা বেগম ও মাহমুদা বেগম বলেন, সিরাজুল ইসলামের সবজি চাষে সফল হতে দেখে আমরাও আমাদের পড়ে থাকা জমিতে সবজির চাষ শুরু করেছি। আশা করছি সবজি বিক্রি করে লাভবান হতে পারবো।

জানা যায়, চলতি মৌসুমে জেলায় ২ হাজার ২৭৫ হেক্টর জমিতে আন্তঃফসলের চাষ হয়েছে। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৩ হাজার ৬৮৭ মেট্রিক টন সবজিসহ অন্যান্য ফসল। উৎপাদিত সবজির বাজারমূল্যে খুশি কৃষকরা।

আক্কেলপুর উপজেলা কৃষি অফিসার মো: ইমরান হোসেন বলেন, আন্তঃফসল হিসেবে আক্কেলপুর উপজেলায় ৭০ হেক্টর জমিতে আলুর সঙ্গে মিষ্টি কুমড়া, ২০ হেক্টর জমিতে আলুর সঙ্গে ভূট্টাসহ আরো অন্যান্য ফসলের চাষ হয়েছে।

উপজেলা কৃষি অফিসার মো: লুৎফর রহমান বলেন, পাঁচবিবি উপজেলায় আন্তঃফসল হিসেবে ৫৫০ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের সবজির উৎপাদন হয়েছে। এরমধ্যে রয়েছে বেগুণের সঙ্গে মরিচ, আলুর সঙ্গে ভূট্টা, আলুর সঙ্গে মিষ্টি কুমড়া, আবার একই সঙ্গে লাল শাক, পেঁয়াজ কলমি, পালং শাক, শিম চাষ হচ্ছে।

Advertisement