Homeসব খবরজেলার খবরপটল চাষে চাষিদের ভাগ্যবদল

পটল চাষে চাষিদের ভাগ্যবদল

গত কয়েক বছর আগেই এসব জমিতে কোন প্রকার চাষাবাদ হতো না। তবে উপজেলা কৃষি বিভাগ থেকে পটল চাষের উপর প্রশিক্ষণ নিয়ে নিজেদের স্বাবলম্বী করে তুলছেন কৃষকরা। লাভবান হলে আগামীতে আরও বেশি জমিতে পটল চাষ করবেন তারা। কুমিল্লা জেলার চান্দিনার শ্রীমন্তপুর গ্রামের কৃষকরা পটল চাষে স্বাবলম্বী হয়েছেন। চলতি মৌসুমে জেলায় পটলের বাম্পার ভালো ফলন হয়েছেন।

কৃষি অফিস জানায়, বীজ ও সার দিয়ে কৃষকদের ধানের পাশাপাশি সবজি চাষে উৎসাহিত করা হচ্ছে। আগামীতে এ উপজেলায় পটলের চাষ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

পটল চাষি কামরুল বলেন, বর্তমানে পটল চাষ করে তার সংসারে স্বচ্ছলতা ফিরে এসেছে। স্থানীয় চাহিদা মিটিয়ে এ পটল বিক্রি করে প্রায় ৯৫ হাজার টাকা আয় করেছি। ৬৬ শতক জমিতে পটল চাষ করে খরচ হয়েছে ৪০ হাজার টাকা।

আরেক কৃষক আমিনুল জানান, ১৫ কাঠা জমি চাষ করে তিনি এখন পর্যন্ত ২০ হাজার টাকা খরচ হয়েছে। এখন পর্যন্ত ৬০ হাজার টাকা পটল বিক্রয় হয়েছে। প্রতি কেজি পটল তিনি ৩৫-৩৮ টাকা কেজি দরে বিক্রি করতে পারছি। আগামীতে আরো ১ মাস এমনি ভাবে ফসল তুলে বিক্রয় করতে পারবো।

কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার বলেন, কৃষি বিভাগের পক্ষ হতে নিরাপদ সবজি চাষে কৃষকদের আগ্রহী করা হচ্ছে। উপজেলায় অনেক জায়গাতে কৃষক পটল চাষ করে লাভের মুখ দেখছে। আগামিতে উপজেলায় পটলের চাষ আরও বাড়বে।

Advertisement