Homeসব খবরবিনোদননির্মাতা আমাকে জোর করে অভিনয় করিয়েছেন : ভাবনা

নির্মাতা আমাকে জোর করে অভিনয় করিয়েছেন : ভাবনা

এবার অভিনেত্রী আশনা হাবিব ভাবনা আসছেন রমকম গল্প ও চরিত্র নিয়ে! এতদিন ভাবনাকে একটু রাশভারী গল্প ও চরিত্রে দেখা যেত। নির্মাতা বাশার জর্জিসের পরিচালনায় ‘ওভারট্রাম’ নামে এই ওয়েব সিরিজে ভাবনা ছাড়াও আছেন চঞ্চল চৌধুরী, এফ এস নাঈম, মোস্তফা মনোয়ার, সামিরা খান মাহি প্রমুখ।

অভিনেত্রী ভাবনা জানান, শুরুতে তিনি কাজটি করতে চাননি। কারণ তিনি ‘যাপিত জীবন’ ছবির শুটিংয়ে মনোযোগী ছিলেন। মনে করছিলেন, যেহেতু বোল্ড চরিত্র, স্ক্রিনে ‘ডু অর ডাই’ ছাড়া উপায় ছিল না! কাজটি অনেক চ্যালেঞ্জের। সেইসঙ্গে এতে বহু শিল্পী অভিনয় করেছেন। কিন্তু পরিচালক ছিলেন নাছোড়বান্দা, এই চরিত্রের জন্য তার ভাবনা লাগবেই! ভাবনা বলেন, এই প্রথম কোনো নির্মাতা আমাকে জোর করে অভিনয় করিয়েছেন।

তিনি বলেন, ‘নির্মাতা আমাকে বলেছেন, ভাবনা এই চরিত্রের জন্য আর কাউকে ইমাজিন করতে পারিনি। তার এই কথাটা আমাকে ইমপ্রেস করে। এজন্য করেছি। দর্শক থেকে সবাই আমাকে সেলেব্রেটির চেয়ে সুঅভিনেত্রী ট্যাগ বেশি দেয়। এতে আমার কাঁধে বেশি দায়িত্ববোধ কাজ করে। যদি চরিত্রটি ফেইল করি তাহলে কী হবে? সবশেষে আমি ‘ওভারট্রাম’-এ রমা চরিত্র করেছি। শুটিং করে ভালো লেগেছে ‘

তিনি আরও বলেন, ‘এখানে একাধিক সুঅভিনেতারা আছেন। ভালো অভিনেতাদের সঙ্গে কাজ করলে এমনিতেই ভালো অভিনয় চলে আসে। অ্যাক্টিংয়ে রিঅ্যাক্টিং অনেকটা ডিপেন্ড করে। বিখ্যাত পিটার ব্রুক তার একটি বইয়ে লিখেছেন অভিনয়টা গেম। যারা অভিনয় করে তারা প্লেয়ার। এটা নিয়ে ঠিকভাবে খেলতে হয়।’

ভাবনা মনে করেন, ওভারট্রাম ওয়েব সিরিজটি ভয়ঙ্করভাবে জমবে। একটি গোল্লার মধ্যে ঘুরবে প্রতিটি চরিত্র। যারা অ্যাক্টিং করেছেন প্রত্যেকেই ছক্কা হাঁকিয়েছেন। একটি দৃশ্যের পর সামনে কী হচ্ছে দর্শক কোনো ভাবেই বুঝতে পারবে না। তার চরিত্রটিও একেক সময় একেকভাবে হাজির হবে।

তিনি বলেন, বিশেষ করে চঞ্চল চৌধুরী এতে অসাধারণভাবে হাজির হয়েছেন। সবসময় চেয়েছি তার মতো ভার্সেটাইল অভিনেতা হতে। এর একটি ট্যাগ লাইন আছে। সেরের উপর সোয়া সের। মানে কেউ কারো থেকে কম না। আমার মনে হয়, দর্শক কাজটি দেখলে হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে। প্রায়ই আমার দর্শকরা কঠিন চরিত্রে দেখেন। কিন্তু ‘ওভারট্রাম’ দেখে তারা একধরনের রিল্যাক্স পাবেন। কারণ রমা ফান লাভিং চরিত্র।

এর আগে ভয়ঙ্কর সুন্দর, লাল মোরগের ঝুঁটি দুটি ছবিতে নজর কেড়েছেন ভাবনা। মুক্তির অপেক্ষায় তার আরেক ছবি ‘যাপিত জীবন’। এবার করলেন চরকির উদ্যোগে নির্মিত ওয়েব সিরিজ ‘ওভারট্রাম্প’। শিগগির সিরিজটি মুক্তি পেতে পারে বলে জানান ভাবনা।

Advertisement