Homeসব খবরজেলার খবরনিজের বিয়েকে স্মরণীয় করে রাখতে আর্জেন্টিনার পতাকার রঙে সাজলো...

নিজের বিয়েকে স্মরণীয় করে রাখতে আর্জেন্টিনার পতাকার রঙে সাজলো বিয়ের গেইট

কুমিল্লার বরুড়া উপজেলার কাসেড্ডা গ্রামের বাসিন্দা সুকান্ত। নিজের বিয়েকে স্মরণীয় করতে সুশান্ত বিয়ে বাড়ির গেইট সাজালেন আর্জেন্টিনার জাতীয় পতাকার রঙে।আগামীকাল বুধবার (৭ ডিসেম্বর) সুশান্তের গায়ে হলুদ। আগামী বৃহস্পতিবার তার বিয়ের মূল অনুষ্ঠান। ইতোমধ্যে গেইটটি দেখতে অনেকেই ভিড় করছেন বিয়ে বাড়িতে।

সুশান্ত বলেন, ‘আমি মেসির ভক্ত। আর্জেন্টিনার ভক্ত। প্রতিবার বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ শুরু হলে প্রিয় দল আর্জেন্টিনার জন্য ব্যতিক্রম কিছু করার চেষ্টা করি। এবার বড় ভাইদের সঙ্গে মেসির খেলা দেখে অনেক সময় কেটেছে। হঠাৎ মনে হলো আমি আমার বিয়েতে আর্জেন্টিনার পতাকার আদলে গেইট তৈরি করবো। পরিবার এবং এলাকার বড় ভাইদের সঙ্গে আলোচনা করে অবশেষে বিয়ের গেইটটি তৈরি করালাম।’

সুশান্তের বড় ভাই প্রশান্ত কুমার বলেন, ‘আমাদের পুরো পরিবার আর্জেন্টিনার ভক্ত। সুশান্ত আর্জেন্টিনার পতাকার আদলে বিয়ের গেইট তৈরির ইচ্ছার কথা জানায়। এতে আমাদের পরিবারের প্রত্যেকের সম্মতি ছিল। কাল ওর গায়ে হলুদ সবাই ওর জন্য আশির্বাদ করবেন।’

এদিকে গেইট নির্মাতা জুবায়ের আহমেদ ব্রাজিলের অন্ধ সমর্থক। তিনি প্রথমে আর্জেন্টিনার পতাকার থিমে গেট বানাতে রাজি হননি। পরবর্তীতে ব্যাবসায়িক সুনাম রক্ষায় গেইট তৈরি করে দেন। ব্রাজিলের সমর্থক বিয়ের গেট সাজালেন আর্জেন্টিনার পতাকার আদলে।

উল্লেখ্য, কাতারে চলছে বিশ্বকাপ ফুটবল। ইতোমধ্যে প্রথম রাউন্ড শেষ হয়ে শুরু হয়েছে শেষ ১৬’র প্রতিযোগিতা। আর এই বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় মেতেছে পুরো বাংলাদেশ। পছন্দের দেশের প্রিয় খেলোয়াড়ের সমর্থনে নবজাতকের নাম রাখা থেকে শুরু করে ওই সব দেশের জাতীয় পতাকার রঙে সেতু অথবা বাড়ি রাঙিয়ে তুলছেন অনেকেই।

Advertisement