Homeসব খবরক্রিকেটনিউজিল্যান্ডে যাওয়ার আগে আমিরাতে টি২০ খেলবে বাংলাদেশ

নিউজিল্যান্ডে যাওয়ার আগে আমিরাতে টি২০ খেলবে বাংলাদেশ

বৃষ্টির কারণে বিঘ্ন ঘটেছে টি২০ বিশ্বকাপের প্রস্তুতিতে। বাংলাদেশ তাই সংযুক্ত আরব আমিরাতে ক্যাম্প করার পরিকল্পনা করেছিল। সেই ক্যাম্প তো হবেই। এবার জানা গেল সেখানে দুটি টি২০ ম্যাচও খেলবে টাইগাররা।

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাওয়ার আগে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ।
প্রস্তুতি ক্যাম্প এবং ওই ম্যাচ দুটি খেলার উদ্দেশে আগামী ২২ সেপ্টেম্বর দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশের। তবে সাকিব আল হাসানকে ছাড়াই এই পর্ব সারবে বাংলাদেশ। দলের টি২০ অধিনায়ক বর্তমানে আছেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) তিনি ব্যস্ত থাকবেন বলে আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে দলের দায়িত্ব সামলাবেন সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান।

আগামী ২৫ ও ২৭ সেপ্টেম্বর দুবাইয়ে আরব আমিরাতের সঙ্গে ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ। এরপর সোহানরা ফিরবেন দেশে। আজ বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন গণমাধ্যমকে এই তথ্য দিয়ে বলেছেন, আমাদের দলের প্রস্তুতি বাজে আবহাওয়ার কারণে ঠিকঠাক হয়নি। সে জন্য আমরা দুই-একটি দেশের সঙ্গে কথা বলেছিলাম। আমরা সিদ্ধান্ত নিয়েছি সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ জাতীয় দলে ক্যাম্প ও একটা সিরিজে অংশগ্রহণ করবো। ’

এই সিরিজ শেষে বাংলাদেশ দল দেশে ফিরে আবার প্রস্তুতি নিবে নিউজিল্যান্ড সফরের। নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় টি২০ সিরিজটি খেলতে আগামী ১ অক্টোবর দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশের।

Advertisement