Homeসব খবরজাতীয়নামাজে গিয়ে অটোরিকশা হারানো সেই ইভানের পাশে ফারাজ

নামাজে গিয়ে অটোরিকশা হারানো সেই ইভানের পাশে ফারাজ

মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত ১০ টা ৫৯ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী চাঁপাইনবাবগঞ্জে তারাবির নামাজ পড়তে গিয়ে অটোরিকশা হারানো সেই অসহায় ইভান আলীকে হাতে টাকা তুলে দিচ্ছেন।

এর আগে, রোববার (১৬ এপ্রিল) রাতে চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন গাবতলা পাঠাগার মসজিদের পাশে গ্লোরি কম্পিউটার সেন্টারের সামনে থেকে চোর চক্র তার অটোরিকশাটি চুরি করে। জানা গিয়েছে, ইভান চাঁপাইনবাবগঞ্জ সরকারি হরিমোহন উচ্চ বিদ্যালয়ে অস্থায়ী পিয়নের চাকরি করেন। কিন্তু সামান্য বেতনের টাকা দিয়ে পরিবার চালানো সম্ভব নয়। তাই অবসর সময় বা রাতের বেলায় বাড়তি আয়ের জন্য অটোরিকশা চালাতেন। গত ১৬ এপ্রিল রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের হরিমোহন গাবতলা পাঠাগার মসজিদে তারাবির নামাজ পড়তে গিয়ে ইভান আলীর অটোরিকশা চুরি হয়ে যায়।

গতকাল মঙ্গলবার (১৮ এপ্রিল) রাতে রাজধানীর গুলশানে অটোরিকশা চালক ইভান আলীর হাতে নগদ ১ লাখ ৩০ হাজার টাকা তুলে দেন ফারাজ করিম চৌধুরী। এ সময় ইভান আলীকে আরও ২০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন ফারাজ। তিনি বলেন, গণমাধ্যমের খবরে জানতে পারি তারাবির নামাজ পড়তে গিয়ে অটোরিকশা হারিয়ে গেছে ইভান আলীর। উপার্জনের সম্বল হারিয়ে অনেক কষ্টে ছিলেন, বিষয়টি আমরা উপলব্ধি করতে পেরেছি। এরপর বিভিন্ন মানুষের পাঠানো সাহায্য থেকে অটোরিকশা কেনার প্রতিশ্রুতি দেই। আমরা আশা করি এই টাকা দিয়ে অটোরিকশা চালিয়ে ঋণের টাকা ফেরত দেয়ার সামর্থ্য হবে ইভান আলীর।

ফারাজ আরও বলেন, ‘এখন প্রথম ধাপে ১ লাখ ৩০ হাজার টাকা তুলে দিলাম। পরবর্তীতে আরও ২০ হাজার টাকা দেয়া হবে। এই দেড় লাখ টাকায় একটি অটোরিকশা কিনে জীবিকা নির্বাহ করবেন। এই টাকা নিয়ে তিনি কতদূর যেতে পারেন তা আমরা মনিটরিং করব ইনশাআল্লাহ।’ ইভান আলী বলেন, ‘আলহামদুলিল্লাহ খুব উপকার হলো ফারাজ করিম চৌধুরী ভাইয়ের মাধ্যমে এই টাকা পেয়ে। এই টাকা দিয়ে আবারও আগের মতো একটি পুরাতন অটোরিকশা কিনে চালাতে পারব। এমন সহযোগিতার জন্য সবার প্রতি সারাজীবন কৃতজ্ঞ থাকব।’ চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাহফুজুল হক চৌধুরী জানান, ‘ইভান আলীর চুরি হওয়া অটোরিকশা উদ্ধারে পুলিশ কাজ করছে।’

Advertisement