Homeসব খবরবিনোদননানা চরিত্রের রিয়াজ

নানা চরিত্রের রিয়াজ

যদিও বর্তমানে সেভাবে পর্দায় দেখা মেলে না রিয়াজের। আগের সেই প্রেমিক ইমেজটাও তার নেই। ব্যবসাসহ নানা ব্যস্ততায় কাজ কমিয়ে দিয়েছেন অভিনেতা। একসময়ের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ আহমেদ। শাবনূর, পূর্ণিমাসহ বিভিন্ন নায়িকাদের সঙ্গে জুটি বেঁধে তিনি উপহার দিয়েছেন বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা।

বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে রিয়াজ অভিনীত তিনটি সিনেমা। ‘অপারেশন সুন্দরবন’, ‘মুজিব: একটি জাতির রূপকার’ এবং ‘রেডিও’। এ সিনেমাগুলোতে তিনটি ভিন্ন ভিন্ন চরিত্রে হাজির হবেন রিয়াজ। তার চরিত্রগুলোও বেশ গুরুত্বপূর্ণ।

অপারেশন সুন্দরবন

র‌্যাবের সুন্দরবন দস্যুমুক্ত করার কাহিনি নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমাটি। পরিচালনা করেছেন দীপঙ্কর দীপন। এখানে নায়ক রিয়াজ অভিনয় করেছেন র‌্যাবের ব্যাটালিয়ন কমান্ডারের ভূমিকায়। তার চরিত্রটির নাম ইশতিয়াক আহমেদ। সিনেমায় তার সহশিল্পী সিয়াম, রোশান, নুসরাত ফারিয়া, দর্শনা বনিক, মনোজ প্রামাণিক, সামিনা বাশার ও তাসকিন রহমান।

মুজিব: একটি জাতির রূপকার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন বলিউড নির্মাতা শ্যাম বেনেগাল। এখানে বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করেছেন আরেফিন শুভ। রিয়াজ অভিনয় করেছেন জাতীয় চার নেতার অন্যতম তাজউদ্দীন আহমেদের চরিত্রে। একটি ইতিহাসের সাক্ষী হতে চলেছেন তিনি।

রেডিও

১৯৭১ সালের সময়কে তুলে ধরা হয়েছে এই সিনেমায়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে সিনেমাটি বানিয়েছেন পরিচালক অনন্য মামুন। এখানে এক স্কুল শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন রিয়াজ। যিনি রেডিওতে বঙ্গবন্ধু ভাষণ শুনে মুক্তিযুদ্ধে যেতে উদ্বুদ্ধ হন। উৎসাহিত করেন অন্যদেরও। এখানে রিয়াজের বিপরীতে আছেন জাকিয়া বারী মম।

তিন সিনেমার এই ভিন্ন তিন চরিত্র নিয়ে রিয়াজের ভাষ্য, ‘নায়ক হতেই হবে- এই ভাবনা নিয়ে এখন আর কাজ করি না। পর্দায় নিজের উপস্থিতি কম হলেও সেটি গুরুত্বপূর্ণ কিনা এটাই থাকে ভাবনায়। ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাটি দেখলে বুঝবেন, কেন এতে অভিনয় করেছি। এটি এমন এক ছবি, যার সব চরিত্রই গুরুত্বপূর্ণ। তাই অভিনয়ে যে আত্মতৃপ্তি, তার পুরোটাই পেয়েছি।’

অভিনেতা আরও বলেন, ‘অন্যদিকে ‘মুজিব’ সিনেমায় অভিনয় করে শুধু আত্মতৃপ্তি নয়, ইতিহাসের অংশ হতে পেরেছি বলে মনে করি। এই সিনেমার সূত্র ধরে শ্যাম বেনেগালের মতো গুণী নির্মাতার কাছে অনেক কিছু শেখার সুযোগ হয়েছে। আর ‘রেডিও’ নির্মিত হয়েছে ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে। সেখানে শিক্ষকের ভূমিকায় অভিনয় করেও অনেক তৃপ্তি পেয়েছি।’

রিয়াজ অভিনীত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাটির প্রিমিয়ার হতে চলেছে মঙ্গলবার বিকাল ৪টা ৪৫ মিনিটে রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। থাকবেন সিনেমার কলাকুশলীসহ র‌্যাব কর্মকর্তারা। আগামী ২৩ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা।

চাচাতো বোন ববিতার সহায়তায় চলচ্চিত্রে আসেন রিয়াজ। ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘বাংলার নায়ক’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় তার অভিষেক হয়। তবে তিনি পরিচিতি পান ব্যবসাসফল ‘প্রাণের চেয়ে প্রিয়’ সিনেমার মাধ্যমে। এরপর ‘দুই দুয়ারী’, ‘শ্যামল ছায়া’, ‘হাজার বছর ধরে’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’, ‘প্রেমের তাজমহল’, ‘মনের মাঝে তুমি’, ‘হৃদয়ের কথা’, ‘দারুচিনি দ্বীপ’, ‘শিরি-ফরহাদ’সহ অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি।

চলচ্চিত্রের দুই জনপ্রিয় নায়িকা শাবনূর ও পূর্ণিমার সঙ্গে রিয়াজের জুটি দর্শকদের কাছে সবচেয়ে বেশি পছন্দের। সালমান শাহ-শাবনূর জুটির পর রিয়াজ-শাবনূর ও রিয়াজ-পূর্ণিমা জুটিই চলচ্চিত্র মহলে সবচেয়ে বেশি নজর কাড়ে। চলচ্চিত্রের পাশাপাশি বহু নাটকেও অভিনয় করেছেন রিয়াজ। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের অনেক নাটকেই দেখা গেছে তাকে।

অভিনয় দক্ষতা দিয়ে তিন বার ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ এবং সাত বার ‘মেরিল প্রথম আলো পুরস্কার’ ঘরে তুলেছেন নায়ক রিয়াজ। ব্যক্তিজীবনে তিনি ২০০৪ সালের বিনোদন বিচিত্রার ফটোসুন্দরী মডেল মুশফিকা তিনার স্বামী। ২০০৭ সালের ১৮ ডিসেম্বর বিয়ে হয় তাদের। বিয়ের প্রায় আট বছর পর ২০১৫ সালের ১ জুন কন্যা সন্তানের বাবা হন রিয়াজ।

Advertisement