Homeসব খবরক্রিকেটনতুন যেসব রেকর্ড গড়ে নিজেকে আরও উঁচুতে নিলেন সাকিব

নতুন যেসব রেকর্ড গড়ে নিজেকে আরও উঁচুতে নিলেন সাকিব

ইংল্যান্ডের বিরুদ্ধে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে সাকিব আল হাসানের ঝলমলে উপস্থিতি লক্ষ্য করা গেছে। শুধু তাই নয়, নতুন রেকর্ড গড়ে নিজেকে নিয়ে গেছেন সবার উপরে। এদিন ব্যাটে বলে উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান। ব্যাট হাতে ৭৫ রানের ঝলমলে ইনিংস খেলার পর বল হাতে নিয়েছেন ৪টি উইকেট।

আর তাতেই ওয়ানডেতে ৩০০ উইকেট নেওয়ার রেকর্ড বুকে ঢুকে পড়েন সাকিব। বিশ্ব অলরাউন্ডারদের এলিট ক্লাবে সাকিবের অবস্থান এখন তিনে। এছাড়া প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন সাকিব। সেই সঙ্গে ওয়ানডে ক্রিকেটে একই ম্যাচে ‘৫০ রান আর ৩ উইকেট’ এমন রেকর্ডে সাকিব সবার উপরে। এমন কাজ সাকিব করেছেন ৯ বার। যা ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ।

এছাড়া বিশ্বের ১৪তম বোলার, ৬ষ্ঠ স্পিনার আর প্রথম বাংলাদেশি হিসেবে সাকিবের ৩০০ ওয়ানডে উইকেট। সবমিলিয়ে স্পিনারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম।

বিশ্বের অলরাউন্ডারদের মধ্যে তৃতীয় ক্রিকেটার হিসেবে ৬০০০ রান ও ৩০০ উইকেট নেওয়ার কীর্তি এখন সাকিবের। শ্রীলঙ্কার সনাৎ জয়সুরিয়া এবং পাকিস্তানের শহীদ আফ্রিদির পাশে নাম লিখিয়েছেন সাকিব। একই সঙ্গে বাঁহাতি স্পিনারদের মধ্যে ডেনিয়েল ভেট্টরি ও জয়সুরিয়ার পর তৃতীয় ক্রিকেটার হিসেবে সাকিব ৩০০ উইকেট নিয়েছেন।

Advertisement