Homeসব খবরক্রিকেটনতুন এক মাইলফলক স্পর্শ করলেন মিরাজ

নতুন এক মাইলফলক স্পর্শ করলেন মিরাজ

টেস্ট ক্যারিয়ারের একশ উইকেটের মাইলফলক স্পর্শ করেন মেহেদি হাসান মিরাজ। ২৪তম টেস্ট খেলতে নেমে একশ টেস্ট উইকেট পেলেন মিরাজ, বাংলাদেশের পক্ষে যা দ্রুততমর রেকর্ড। আগের রেকর্ডটি ছিল তাইজুল ইসলামের (২৫ ম্যাচে ১০০ উইকেট)। দিনের শেষভাগে জন ক্যাম্পাবল তাইজুল ইসলামের বলে বোল্ড হলে ৪১/৩ স্কোর নিয়ে দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ।

এদিকে, জমে উঠেছে ঢাকা টেস্ট। ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে অনেকটাই পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তৃতীয় দিনে এসে গল্পটা পাল্টে গেল। ক্যারিবিয়ানদের চেয়ে এখন খুব বড় ব্যবধানে পিছিয়ে নেই মুমিনুল হকের দল। লিটন কুমার দাস ও মেহেদি হাসান মিরাজের দারুণ এক জুটিতে প্রথম ইনিংসে শেষ পর্যন্ত ২৯৬ রান তুলেছেন স্বাগতিকরা। পরে বোলিং করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসের তিনটা উইকেটও তুলে নিয়েছে বাংলাদেশ।

দুই ইনিংস মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের লিড এখন ১৫৪। সফরকারীদের হাতে এখনো সাত উইকেট আছে বলে লিড যে বাড়বে তা নিশ্চিতই। তবে বাংলাদেশি বোলাররা লিডটা আড়াইশ’র মধ্যে রাখতে পারলে মুমিনুলদের টেস্ট জয়ের ভালো সুযোগ তৈরি হবে। আজ শেষ বিকেলে বাংলাদেশি স্পিনাররা যেভাবে বোলিং করলেন তাতে এমন প্রত্যাশা করাই যায়।

দিনের শুরুতে বাংলাদেশের পক্ষে প্রথম প্রতিরোধটা গড়েছিলেন মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুন। গতকাল ইনিংসের শুরুতেই বিপদে পড়া বাংলাদেশের হাল ধরা মিঠুন-মুশফিক আজ সকালেও দারুণভাবে সামলেছেন ওয়েস্ট ইন্ডিজের বোলিং আক্রমণ। তবে মুশফিক ফিফটি পেলেও বড় স্কোর খেলতে ব্যর্থ হয়েছেন মিঠুন।

Advertisement