Homeসব খবরক্রিকেটদ্রুতই অস্ট্রেলিয়ার মত ক্রিকেট শাসন করবে পাকিস্তান

দ্রুতই অস্ট্রেলিয়ার মত ক্রিকেট শাসন করবে পাকিস্তান

বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান ‘শ্রেষ্ঠ আসনে উঠবে’। এমনটাই ভবিষ্যদ্বাণী করলেন আব্দুল রাজ্জাক। পাকিস্তানের প্রাক্তন এই ক্রিকেটারের মতে আইসিসি-র ক্রমতালিকায় সব ধরনের ক্রিকেটে শীর্ষস্থান দখল করবেন বাবররা। টেস্ট, একদিনের ক্রিকেট এবং টি২০, সব ধরনের ক্রিকেটেই এখন পাকিস্তানের অধিনায়ক বাবর। তাঁর অধিনায়কত্বে পাকিস্তান নাকি ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে নিজেদের উন্নতি করেছে এবং বিশ্বের যে কোনও পর্যায়ে খেলার ক্ষমতা রাখে তাঁরা।

রাজ্জাক বলেন, “দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা এবং ইংল্যান্ড আমাদের মতোই পুনর্নির্মাণের মাঝপথে। আমরা দেখলাম দক্ষিণ আফ্রিকা অনেক পিছিয়ে রয়েছে। ভাগ্যিস আমাদের ওরকম অবস্থা নয়। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ে দারুণ উন্নতি করেছি আমরা।” সব বিভাগে এই উন্নতিই পাকিস্তানকে শীর্ষে পৌঁছে দেবে বল মত রাজ্জাকের।

তিনি বলেন, “আইসিসি-র ক্রমতালিকায় শীর্ষে পৌঁছতে হলে সব বিভাগে উন্নতি প্রয়োজন। ২০ বছর আগে যে ভাবে অস্ট্রেলিয়া ক্রিকেট বিশ্ব শাসন করেছিল। আমার মনে হয় যে ভাবে পাকিস্তান এগোচ্ছে খুব তাড়াতাড়ি ওরা শীর্ষে পৌঁছে যাবে।” প্রসঙ্গত, আইসিসি-র ক্রমতালিকায় পাকিস্তান টেস্টে ৫ নম্বর, একদিনের ক্রিকেটে ৬ নম্বর এবং টি-২০ ক্রিকেটে ৪ নম্বরে রয়েছে।

Advertisement