Homeসব খবরক্রিকেটদোয়া চেয়ে দেশ ছাড়লেন সোহান-সাব্বিররা

দোয়া চেয়ে দেশ ছাড়লেন সোহান-সাব্বিররা

চলতি মাসেই অস্ট্রেলিয়ায় বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। বিশ্বকাপে খেলার আগে নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ দল। এজন্য শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে দেশ ছেড়েছে টাইগাররা। সিঙ্গাপুর হয়ে ক্রাইস্টচার্চে পৌঁছবেন তাঁরা।

দেশ ছাড়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দোয়া চেয়েছেন নুরুল হাসান সোহানরা। ৭ অক্টোবর বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুবার মুখোমুখি হবে। ১৪ অক্টোবর ক্রাইস্টচার্চে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ত্রিদেশীয় সিরিজ। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ অক্টোবর। বাংলাদেশের গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দল। এছাড়া বাছাইপর্ব থেকে উঠে আসা দুটি দলও যুক্ত হবে এই গ্রুপে।

বিশ্বকাপে বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান (সহ-অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ ও নাজমুল হোসেন।

স্ট্যান্ডবাই: শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, মেহেদী হাসান ও সৌম্য সরকার।

Advertisement