Homeসব খবরপ্রযুক্তিদৈনন্দিন জীবনে ফেসবুক নির্ভরতায় নীরবে সামাজিক অবক্ষয়

দৈনন্দিন জীবনে ফেসবুক নির্ভরতায় নীরবে সামাজিক অবক্ষয়

নিঃসন্দেহ ফেসবুক একটি বিশ্ব জনপ্রিয় সোশ্যাল প্ল্যাল্টফর্ম। ফেসবুকের মাধ্যমে একে-অপরের খোঁজ-খবর নেয়ার সংস্কৃতি গড়ে উঠেছে। যা এক ধরনের সামাজিক অবক্ষয় তৈরিতে নীরব ভূমিকা রেখেছে বলে মনে করেন দেশের বিশিষ্ট নাগরিক ও সরকার। তবে, এ সব অভিযোগের সমাধানে দেশে প্রযুক্তি জ্ঞান ও সক্ষমতা বাড়াতে কাজ শুরু করতে যাচ্ছে ফেসবুক। আড়াইশো কোটিরও বেশি অ্যাকাউন্টধারী এবং প্রতিদিন প্রায় ১৭০ কোটি ব্যবহারকারীর সংখ্যাই বলে দেয়, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। আসল আর নকল অ্যাকাউন্টতো বটেই।

ইন্টারনেট ব্যবহারকারীদের মাঝে প্রযুক্তিগত জ্ঞান এবং সচেতনতা বাড়াতে বাংলাদেশে উই থিংক ডিজিটাল নামে কার্যক্রম শুরু করতে যাচ্ছে ফেসবুক। বিশিষ্টজনদের আশা, সামাজিক যোগাযোগ মাধ্যমটি নারী হয়রানি বন্ধসহ প্রশাসনিক ব্যবস্থার সাথে এক হয়ে কাজ করবে। জঙ্গিবাদ প্রতিরোধের পাশাপাশি রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়গুলোতে ফেসবুক সহযোগিতামূলক মনোভাব দেখাবে বলে মনে করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

ফেসবুক দক্ষিণ এশিয়ার পাবলিক পলিসি ডিরেক্টর অশ্বিনী রানা ও বাংলাদেশের পাবলিক পলিসি এবং প্রোগ্রাম ম্যানেজার শাবহানাজ রশিদ দিয়া বলেন, কঠোরতার পাশাপাশি সংবেদনশীল হয়েই কাজ করবে তারা। দেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা তিনকোটিরও বেশি। বাংলাদেশে দিনে দিনে বেড়েই চলেছে ব্যবহারকারীর সংখ্যা।

Advertisement