Homeসব খবরজেলার খবরদেশী গরু লালন পালন করে কোটি টাকা আয় দু'ভাইয়ের

দেশী গরু লালন পালন করে কোটি টাকা আয় দু’ভাইয়ের

গরুর খামার করে সফল দুই ভাই মাহাবুল আলম ও মাওলানা কাজী শিহাবুল আলম। তার দুই গত চার আগে বিভিন্ন এলাকা থেকে দেশী গরু কিনে একটি ডেইরী ফার্ম গড়ে তোলেন। দলই নগর আতুরনীর দোকানের উত্তর পাশে বিশা জমিতে এ ডেইরী ফার্ম গড়েন তারা। দুই ভাই প্রতিদিন গরুর খাওয়ার ও ডেইরী ফার্ম পরিস্কার পরিচ্ছনতার কাজ করেন।

দুভাইয়ের কাঠোর পরিশ্রমে গড়ে তোলা ডেইরী ফার্ম থেকে প্রতি বছর কোরবানীর ঈদের সময়ে কোটি টাকার গরু বিক্রি করা হয়।বছর গরু বিক্রি করে যে টাকা আয়, ঐ টাকা দিয়ে দু’ ভাইয়ের সংসার চলে। মাহাবুল আলমের ভাই মাওলানা কাজী শিহাবুল আলম ডেইরী ফার্মের কাজ ছাড়াও গহিরা ইউনিয়নের নিকাহ রেজিষ্ট্রার হিসাবে কাজ করেন। মাওলানা কাজী শিহাবুল আলম গহিরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার। গরু খামারের পাশাপাশি মৎস্য চাষা ও কয়েককানি জমিতে চাষাবাদ করেন।

মাওলনা কাজী শিহাবুল আলম বলেন, আমি আমার ভাই মাহাবুল আলম দুজনেই এই ডেইরী ফার্ম পরিচালনা করি। ডেইরী ফার্মে শতাধিক ছোট বড় দেশী গরু রয়েছে।দেখাশোনার জন্য তিন জন কর্মচারী রয়েছে।দেশী গরু লালন পালন করায় রাউজান উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে প্রাণী সম্পদ দিবসে কয়েকবার পুরস্কার পেয়েছে মাহাবুল আলম।

অর্ধশতাধিক গরু আগামী ঈদুল আযহায় বিক্রি করার জন্য লালন পালন করছেন। মাহাবুল আলমের ডেইরী ফার্ম থেকে এবছর ঈদুল আযহায় কোটি টাকার দেশী গরু বিক্রি করবে বলে মাওলানা কাজী শিহাবুল আলম জানান।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান বলেন, গহিরার দলই নগরে মাহাবুল আলমের ডেইরী ফার্মে দেশী গরু লালন পালনে দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখার জন্য তাকে শ্রেষ্ট খামারী হিসাবে কয়েক দপে পুরস্কার প্রদান করা হয়।

Advertisement