Homeধর্মদৃষ্টিনন্দন এই মসজিদটির নাম ‘আল্লাহু মসজিদ’

দৃষ্টিনন্দন এই মসজিদটির নাম ‘আল্লাহু মসজিদ’

মসজিদটির নাম ক্যান্টনমেন্ট বোর্ড জামে মসজিদ হলেও ‘আল্লাহু মসজিদ’ নামেই সবচেয়ে বেশি পরিচিতি। মসজিদটির অবস্থান ঢাকা সেনানিবাসে। মসজিদটি (আল্লাহু মসজিদ) ১৯৭৪ সালের ২৩ মে নির্মিত হয়েছিল। সম্প্রতি মসজিদটিকে পুনঃনির্মাণ করা হয়েছে।

পুনঃনির্মাণের আগে এই মসজিদের পূর্বে ধারণক্ষমতা ছিল আনুমানিক ৯০০ জন মুসল্লি, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল ছিল। বিশেষ করে জুম্মার দিনে মসজিদ সংলগ্ন রাস্তাটিতেও মুসল্লিদের নামাজ পড়তে হতো। পুনঃনির্মিত মসজিদটির আয়তন এখন প্রায় ৩২ হাজার স্কয়ার ফিট এবং মুসল্লি ধারণ ক্ষমতা তিন হাজারেরও অধিক।

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ মসজিদটি পুনঃনির্মাণের উদ্যোগ নেন এবং ২০১৯ সালের ১০ মার্চ তিনি পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। নির্মাণ কাজ শেষ হলে গত বছরের ১১ ডিসেম্বর সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

Advertisement