Homeসব খবরক্রিকেটদুপুরে ভারত-বাংলাদেশ হাইভোল্টেজ ম্যাচ, একাদশে আসছে পরিবর্তন

দুপুরে ভারত-বাংলাদেশ হাইভোল্টেজ ম্যাচ, একাদশে আসছে পরিবর্তন

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে হলে ভারতের বিরুদ্ধে জিততেই হবে বাংলাদেশকে। সাকিব আল হাসানের দলে চোট আঘাতের সমস্যা নেই। জিম্বাবুয়ের বিরুদ্ধে দলের জয় আত্মবিশ্বাসী করেছে বাংলাদেশকে। যদিও সেই ম্যাচের দলে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বুধবার (২ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১২টায় এই ম্যাচটি শুরু হবে।

ভারতের সামনে বাংলাদেশের বিপক্ষে জয় ছাড়া বিকল্প নেই। সবশেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একাদশে পরিবর্তন এনে আখেরে লাভ হয়নি। গুঞ্জন রয়েছে, বাংলাদেশের বিপক্ষেও ফের রদবদল হতে পারে। অ্যাডিলেডে পূর্বে কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশ। এমনকি বিশ্বকাপেও কোনো ম্যাচ অ্যাডিলেডে এখনো হয়নি। সাকিব জানিয়েছেন, একবার দেখায় ওখানকার উইকেট বোঝা কঠিন। এমনকি মাঠে নামার আগেও হয়তো উইকেটের চরিত্র বোঝা যাবে না।

তবে স্ট্রেইট বাউন্ডারি বেশ বড়। যে কারণে একজন স্পিনার বড় মাঠে সুবিধা পেতে পারেন। ভারতের টপ অর্ডারের চার ব্যাটার ডানহাতি। সেই হিসাবে বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদের দলের থাকার সম্ভাবনা বেশি। বিশ্রাম দেওয়া হতে পারে ইয়াসির রাব্বিকে।

বাংলাদেশের একাদশে যেখানে এক পরিবর্তনের সম্ভাবনা সেখানে ভারতের একাদশে দুই পরিবর্তনের জোর আভাস। ইনজুরি আছে দিনেশ কার্তিকের। তাকে বিশ্রাম দিয়ে একাদশে ইন হতে পারেন ঋষভ পান্তকে। এছাড়াও লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালকে খেলানোর কথা শোনা যাচ্ছে। লেগ স্পিনে বাংলাদেশ দুর্বল সেটাই মাথায় চাহালকে একাদশে ডাকবে ভারত।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সৌম্য সরকার, নাজমুল শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

ভারতের সম্ভাব্য একাদশ: কেএল রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্ডিক পান্ডিয়া, ঋভষ পান্ত, দিপক হুদা, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, অর্শদ্বীপ সিং।

Advertisement