Homeঅন্যান্যদিন দিন জনপ্রিয়তা বাড়ছে ছাদ বাগানের

দিন দিন জনপ্রিয়তা বাড়ছে ছাদ বাগানের

প্রায় অধিকাংশ বাড়ির ছাদে শোভা পাচ্ছে বিভিন্ন ধরনের সবজি ও ফলের গাছ। ছাদে ঝুলছে বিভিন্ন ধরনের বারোমাসি ফল। এগুলোর মধ্যে আম ও পেয়ারা যেমন আছে, তেমনি আছে আতা, পেঁপে, জাম্বুরা ও আমড়া। কুষ্টিয়ায় জনপ্রিয়তা পাচ্ছে ছাদ বাগান। শহরের চাষের জায়গার অভাব থাকায় বাড়ির মালিকরা ছাদেই বাগান গড়ে তুলেছেন। এতে নিজেদের পুষ্টির চাহিদা মিটিয়ে অতিরিক্ত ফল ও সবজি বিক্রি করে বাড়তি আয় করছেন।

জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বাড়ছে নগরায়ন। এতে শহরের গাছ লাগানো বা সবজি, ফলের চাষ করা অসম্ভব হয়ে পড়ছে। তাই বাড়ির ছাদেই বাগান করে নিজেদের পুষ্টির চাহিদা মেটাচ্ছেন। ছাদে ঝুলছে বারোমাসি বিভিন্ন প্রজাতির আম, কমলা, মাল্টা, ডালিম, লেবু, কুল, পেয়ারা, সফেদা, পেঁপে, জাম্বুরা, আঙ্গুর, করমচা, আমড়াসহ বিভিন্ন প্রকার ফল ও আখ। ফলের পাশাপাশি রয়েছে মরিচ, লাউ, করলা, ঢেঁড়স, সিম, লালশাক, কলমিশাক, পুঁইশাক, ধনিয়সহ নানা রকমের সবজি। কুষ্টিয়ার বিভিন্ন বাড়ির ছাদে এমনই চিত্র এখন নজর কাড়ছে জেলার সাধারণ মানুষের।

ছাদ বাগানি মনিবর হোসেন বলেন, আমি আমার বাড়ির ছাদে বাগান গড়ে তুলেছি। ছাদে বিভিন্ন ধরনের বারোমাসি ফল ও সবজির চাষ করছি। প্রতিটি ছাদ বাগান হয়ে উঠেছে একেকটি অক্সিজেন চেম্বার, সাথে মিটছে পুষ্টির চাহিদা। পাশাপাশি ছাদ বাগান থেকে প্রকৃতিতে সরবরাহ হচ্ছে অক্সিজেন।

কুমারখালী উপজেলার পৌর এলাকার ছাদ বাগানি শামীমা আক্তার বলেন, শহরে গাছ লাগানো বা ফল, সবজির চাষাবাদ করার জায়গা নেই বললেই চলে। তাই অবসর সময় কাটানোর জন্য ও নিজেদের পুষ্টির চাহিদা মেটানোর জন্য বাড়ির ছাদি বাগান গড়ে তুলেছি। প্রথমে ফুল বাগান দিয়ে শুরু করি। আস্তে আস্তে বাগান বড় হয়। বাগান পরিচর্যা করতে করতে আমার অবসর সময়টা ভালোই কেটে যাচ্ছে। বর্তমানে সতেজ সবজি লাউ, মিষ্টি কুমড়া, ঢেঁড়শ, পুঁইশাক, ধনিয়া পাতাসহ নানা রকম ফলের গাছ থেকে ফল পাচ্ছি।

ছাদ বাগানি আলমগীর কবির মিলন বলেন, ছাগ বাগান করার পরিকল্পনা আরো আগে থেকেই ছিল। বিভিন্ন জায়গা থেকে চারা ও বীজ সংগ্রহ করতে থাকি। এখন ছাদে সবজির বাগান করেছি। পাশাপাশি আত্মীয়-স্বজন প্রতিবেশিদের বাড়িতেও উপহার হিসেবে পাঠাতে পারছি। ছাদে উৎপাদিত সবজি আমাদের বাসার সবজি চাহিদা অনেকটা পূরণ করতে পারছি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. হায়াত মাহমুদ বলেন, ইট-পাথরের শহরে ফলের গাছ ও সবজির চাষাবাদ করার কোনো জায়গা থাকে না। তাই বাড়ির মালিকরা তাদের বাড়ির ছাদে বাগান করে নিজেদের পুষ্টির চাহিদা মেটাচ্ছেন। পাশাপাশি তাদের অবসর সময়ও কাজে লাগাচ্ছেন। বাড়ির ছাদে বাগান গড়ে তোলায় প্রকৃতিতে অক্সিজেনেরও সরবরাহ বাড়ছে। কুষ্টিয়া জেলা শহর ও উপজেলা শহরের ছাদ বাগান বাড়তে শুরু করেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায় থেকে ছাদবাগান সম্প্রসারণে বাগানিদের পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা করা হচ্ছে। এখন জেলায় প্রায় ২শ বাড়ির ছাদে বাগান হয়েছে।

Advertisement