Homeসব খবরক্রিকেটদলের প্রয়োজনে ১১ নম্বরে ব্যাটিংয়েও সমস্যা নেই : সাকিব

দলের প্রয়োজনে ১১ নম্বরে ব্যাটিংয়েও সমস্যা নেই : সাকিব

শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতলেও তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৯৭ রানের বড় হারের স্বাদ পায় বাংলাদেশ দল। তাতে ২-১ ব্যবধানে তারা শেষ করেছে সিরিজ।

বাংলাদেশ সিরিজ জিতেছে, এটা ভালো দিক। কিন্তু দলের সামগ্রিক পারফরম্যান্সে পুরোপুরি খুশি হতে পারছেন না সাকিব আল হাসান। আজ (শনিবার) মোহামেডানের জার্সি উম্মোচন অনুষ্ঠানে জাতীয় দলের পারফরম্যান্স নিয়ে আক্ষেপ ঝরে পড়লো তার কণ্ঠে।

নিজের এবং দলের পারফরম্যান্স নিয়ে কিছুটা অসন্তুষ্টির সুরে সাকিব বলেন, ‘অবশ্যই আমি যেটা আশা করেছি, তা হয়নি। কিন্তু এটা নিশ্চিত করতে হবে যেন পরবর্তীতে এমনটা আর না হয়। এটাই গুরুত্বপূর্ণ।’

সাকিব আরো বলেন, ‘আমার তো মনে হয় প্রথমবার আমরা শ্রীলঙ্কার সাথে সিরিজ জিতলাম। খুবই ভালো। অবশ্যই ৩-০ হলে ভালো হতো। কিন্তু শ্রীলঙ্কা যদি ভালো খেলতো, তাহলে ফল অন্য হতে পারতো।’

এদিকে, রাজধানীর একটি হোটেলে গতকাল শনিবার মোহামেডানের জার্সি উন্মোচন অনুষ্ঠানে তার কাছে জানতে চাওয়া হলো ব্যাটিং পজিশন নিয়ে। সাকিব জিইয়ে রাখলেন কৌতূহল।

সাকিব বলেন, “দলের সবার সঙ্গে আলাপ করে দলের জন্য যেটা ভালো হয়… আমার কাছে সবসময় একটা ব্যাপার গুরুত্বপূর্ণ মনে হয়, দলের জন্য যেটা করা যায় ও যেটা করলে দলের ভালো হয়, সেটাই করা। তো সেটার জন্য তিন-চার-পাঁচ-ছয় বা ১১ নম্বর হলেও সমস্যা নেই।”

Advertisement