Homeসব খবরক্রিকেটদক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশাল ব্যবধানে হারল টাইগাররা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশাল ব্যবধানে হারল টাইগাররা

নেদারল্যান্ডসকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ পেল বড় হারের তিক্ত স্বাদ। বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) সুপার টুয়েলভের ম্যাচে প্রোটিয়াদের কাছে ১০৪ রানে হেরেছে সাকিব আল হাসানের দল। দক্ষিণ আফ্রিকার দেওয়া ২০৬ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশে ১০১ রান করতে সক্ষম হয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হয় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা টস জিতে নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত। ফিলি করছে সাকিবের দল। তবে হঠাৎ বৃষ্টি নামায় বন্ধ হয় খেলা। বৃষ্টি শেষে আবারও মাঠে নামে দুই দল। এরপর দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয়েছে ২০৫ রানে।

সিডনিতে সকাল ৯টার কিছু পরে শুরু হয় ম্যাচটি। শুরুতেই আঘাত হানেন তাসকিন আহমেদ। প্রথম ওভারেই তুলে নেন টেম্বা বাভুমাকে। তবে ক্রিজে ঝড় তোলেন কুইন্টন ডি কক ও রাইলি রুশো। আজ এক পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। ব্যাটার ইয়াসির আলীর বদলে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজকে একাদশে নিয়েছে টিম টাইগারা।

Advertisement