Homeসব খবরক্রিকেট‘তোমার মুখে যেন শ্বশুর ডাকটা দ্বিতীয়বার না শুনি’

‘তোমার মুখে যেন শ্বশুর ডাকটা দ্বিতীয়বার না শুনি’

মেয়ে জামাই শাহীন শাহ আফ্রিদিকে পাকিস্তানের একটি টেলিভিশনে শো চলাকালীন হুঁশিয়ারি দিয়েছেন শ্বশুর শহীদ আফ্রিদি। সামা টিভির ঈদ শো’য়ে এসে শাহীনকে উদ্দেশ্যে করে আফ্রিদি বলেন, ‘শোনো, আমি যেন তোমার মুখ থেকে শ্বশুর ডাক দ্বিতীয়বার না শুনি।’

অবশ্য রাগের মাথায় নয়, মজা করেই মেয়ের জামাইকে এভাবে শাসান আফ্রিদি। পাকিস্তানের ‘সামা টিভি’তে শহীদ আফ্রিদি উপস্থাপিকার একটি প্রশ্নে মজা করেই বলছিলেন, ‘শোনো, আমি যেন তোমার মুখ থেকে শ্বশুর ডাক দ্বিতীয়বার না শুনি।

’এরপর তাকে কেন শ্বশুর ডাকা যাবে না, সেই ব্যাখ্যাও করেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার, ‘সে ক্রিকেট খেলছে, আমিও এখনো খেলছি। সে কিছুদিন আগে শিরোপা (পিএসএল) জিতেছে, আমিও জিতেছে (লিজেন্ড ক্রিকেট লিগ)। তাহলে শ্বশুর কিভাবে হয়ে গেলাম?’ তার এ কথা শুনেই হাসির রোল পড়ে অনুষ্ঠানে।

এরপর শাহীনও শ্বশুরের সঙ্গে তাল মেলান। কিছুদিন আগেই প্রথম অধিনায়ক হিসেবে টানা দুটি পিএসএল (পাকিস্তান সুপার লিগ) শিরোপা জেতা এই বাঁহাতি পেসার বলেন, ‘আমার ট্রফি জয়ের এক দিন পরই লালা (শহীদ আফ্রিদি) ট্রফি জিতেছেন। ’ তখন আবার শহীদ আফ্রিদি বলেন, ‘ও ভেবেছে আমার কাছে পুরনো ব’ন্দুক আছে, যা চলে না। সবচেয়ে ভালো বন্দুকটাই আমার কাছে আছে।’

সাক্ষাৎকারে শাহীন জানিয়েছেন, ‘শহীদ আফ্রিদি সবার আগে আমার কাছে একজন অধিনায়ক। আমি উনাকে দেখে বড় হয়েছি। উনার খেলা আমাকে অনুপ্রাণিত করেছে। তার ব্যাটিং দেখে খুব মজা পেতাম। আমি ভাগ্যবান এমন একটা লোককে নিজের শ্বশুর হিসেবে পেয়েছি।’

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন:

Advertisement