Homeসব খবরজেলার খবরতিস্তায় জেলের বড়শিতে ধরা পড়ল ৯১ কেজির বাঘাইড়

তিস্তায় জেলের বড়শিতে ধরা পড়ল ৯১ কেজির বাঘাইড়

আজ বুধবার ভোররাতে তিস্তা নদীর ডালিয়া ব্যারাজের উজানে খগাখড়িবাড়ি ইউনিয়নের পাগল পাড়া এলাকায় স্থানীয় জেলের বড়শিতে মাছটি ধরা পড়ে। নীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে ধরা পড়েছে ৯১ কেজি ওজনের বাঘাইড় মাছ।

মাছ ব্যবসায়ী কেলাসু বলেন, সকালে উপজেলার পাগলপাড়া তিস্তা এলাকা থেকে মাছটি বিক্রির জন্য নিয়ে আসা হয়। মাছটি ৮০০ টাকা কেজি দরে বেচে দেন ওই জেলে। নীলফামারী জেলা শহরের শাখামাছা বাজারে তা ১৫০০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গত বছর তিস্তায় ৩৪ কেজি ওজনের একটি বাঘাইর মাছ ধরা পড়েছিল। আজ বুধবার পাগল পাড়া এলাকায় ৯১ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়ল। তিস্তা নদী হতে এর আগে এত বড় মাছ ধরা পড়েনি। মাছটি দেখতে ভিড় করছে উৎসুক জনতা।

Advertisement